E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে বাংলাদেশি দম্পতি খুন

২০১৬ এপ্রিল ২৭ ১৪:০৯:৫৬
ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে বাংলাদেশি দম্পতি খুন

সাবিত্রী রায়, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে বাংলাদেশি এক দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরে এ দম্পতির কোন খোঁজ না পেয়ে তাদের বন্ধুরা ওই বাড়িতে গিয়ে দুজনের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গত রবিবার পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

প্রবাসী গোলাম রাব্বি (৫৯) পেশায় একজন প্রকৌশলী এবং তার স্ত্রী শামিমা রাব্বি (৫৭) হিসাবরক্ষক ছিলেন। তারা দুজনই স্থানীয় সান হোসের এভারগ্রিন ইসলামিক সেন্টারের সদস্য ছিলেন। যুক্তরাষ্ট্রের ভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বেশ কিছুদিন ধরে গোলাম রাব্বির কোনো খোঁজ না পেয়ে গত রবিবার বিকেলে তার কয়েক বন্ধু সান হোসের বাড়িতে যান। সেখানে গিয়ে তারা বাড়ির দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকেই তাদের চোখে পড়ে তারা খুনের ভয়াবহ দৃশ্য। দুজনের রক্তাক্ত মৃতদেহ কাঠের মেঝেতে পড়ে ছিল। সেখানে একটি চিরকূটও পাওয়া যায় যাতে লেখা ছিল ‘দুঃখিত, আমার প্রথম খুনটি ছিল বিরক্তিকর’। তবে সে সময় নিহত দম্পতির ১৭ ও ২১ বছর বয়সী দুই ছেলে বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন তাদের বন্ধুরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও এখনও খুনের রহস্য উদঘাটন করতে পারেনি। কয়েক দশক আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া রাব্বি এবং তার স্ত্রী বন্ধুবৎসল, শান্তিপ্রয় ছিলেন বলে জানিয়েছেন তাদের বন্ধুরা। তাদের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল কিনা তাও বলতে পারছেন না বন্ধুরা। তাদের এমন আকস্মিক মৃত্যুতে মুষড়ে পড়েছেন তারা।

রাব্বিকে নিজেদের একজন সক্রিয় সদস্য হিসেবে দাবি করে এভারগ্রিন ইসলামিক সেন্টারের আরেক সদস্য ফয়সাল ইয়াজাদি বলেন, তিনি মসজিদের কাছেই থাকতেন। কিন্তু এখন তিনি আমাদের মধ্যে নেই, এটা ভেবেই অবাক হচ্ছি, বিশেষ করে যেভাবে তাদের মৃত্যু, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেন্টারের আরেক সদস্য হাসান রহিম বলেন, আমি তাকে (গোলাম রাব্বি) ৩০ বছর ধরে চিনতাম। খুব ভালো লোক ছিলেন দুজনেই।

(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test