E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উৎসবের রঙ ছড়িয়ে বর্ষবরণ করে নিলো ডেনমার্কের বাঙালীরা     

২০১৬ মে ০৩ ১৫:৩৫:০৫
উৎসবের রঙ ছড়িয়ে বর্ষবরণ করে নিলো ডেনমার্কের বাঙালীরা     

নিউজ ডেস্ক : ” মঙ্গল আলোকে দূরীভূত হোক সকল অন্ধকার ” এ স্লোগানকে সামনে রেখে  ১৭ বৈশাখ ১৪২৩ বাংলা ৩০শে এপ্রিল ২০১৬, শনিবার উৎসবমুখর পরিবেশে,উৎসবের রঙ ছড়িয়ে সর্বজনীন বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৩ কে বরণ করে নেন ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাঙ্গালীরা।

অত্যন্ত সুন্দর আবহাওয়ায় বৈশাখী আনন্দধারা, ডেনমার্ক আয়োজিত ভবিষ্যৎ প্রজন্মের শিকড়ের সন্ধানে, বৈশাখী মেলার মনকারা ঢাক-ঢোলের বাদ্য, ক্ষণিকের তরে সকলকে নিয়ে যায় অতীতে । শিশু যুবা মহিলা পুরুষদের রঙ-বে- রঙের বাহারি বৈশাখী পোশাক, মুখমণ্ডলে আলপনা আর হরেক রকমের পিঠা, পায়েস, মিষ্টি,সন্দেশ, শিঙ্গারা চটপটিসহ জ্বাল টক মিষ্টি ছিলো উৎসবের অনন্য আকর্ষণ ।

ডেনমার্কের সর্ব বৃহৎ, ঐতিহ্যবাহী বর্ষবরণ এ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দুতাবাস,কোপেনহেগেনের মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আব্দুল মুহিত, বেগম মুহিত ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন দুতালয়ের প্রধান জনাব শাকিল শাহরিয় ।

বৈশাখী আনন্দধারা, ডেনমার্কের পক্ষ থেকে প্রধান আয়োজক নাসরিন আক্তার মুকুল ও খাদিজা খাতুন মিনি আগত সকল অতিথিদের স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন ।

তিন পর্বের এউৎসবের প্রথমে, বাঙ্গালী খাবারের ঐতিহ্য পিঠা, পায়েস,মিষ্টি,সন্দেশ, শিঙ্গারা চটপটিসহ বিভিন্ন খাবারের নাস্তা শেষে প্রধান অতিথি বাংলাদেশ দুতাবাস,কোপেনহেগেনের মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আব্দুল মুহিত শুভেচ্ছা বক্তব্য রাখেন ।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,পহেলা বৈশাখ জাতীয় অনুষ্ঠান হিসাবে দেশ, বিদেশে স্বীকৃতি পেয়েছে, তিনি এর সাথে বিভিন্ন দেশের মূলধারার মানুষদের সম্পৃক্ত করার আহবান জানান । তিনি বর্তমান সরকারের উন্নয়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এবছর ১লা বৈশাখ উপলক্ষে তেরশ কোটি টাকার বানিজ্য হয়েছে ।

দ্বিতীয় পর্বে বিভিন্ন পশু পাখীর প্লাকাট,দেশীয় বাদ্যযন্ত্র ও মোমের আলোর সাথে রঙধনুর মৃদু আলো আর ব্যাকগ্রাউন্ডে মেলার মিউজিকে শিশু কিশোরদের মঙ্গলশোভাযাত্রা এক ভিন্ন পরিবেশ দর্শকদের বেশ আলোড়িত করে ।

বিরতিহীন দেড় ঘণ্টার মুল অনুষ্ঠান আনন্দধারায় নৃত্য, গান, কৌতুক, কুইজ প্রতিযোগিতা প্রানভরে সকল অতিথি,দর্শক শ্রোতারা প্রানভরে উপভোগ করেন ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, মিনি,লিয়া, মৃত্তিকা,অনন্য,আছিম,সুহা,থমাস,আহনা,টিনা, তুবা ও সাইদ ভাই। সঙ্গীত পরিবেশন করেন ডেনমার্কের অত্যান্ত পরিচিত মুখ ওমর ফারুক , হিল্লোল বড়ুয়া ও অতিথি শিল্পী সাদ প্রমুখ শিল্পী ।

সার্বিকভাবে অনুষ্ঠান সুন্দর সফল করার জন্য অন্যান্ন আয়োজকদের মধ্যে আছেন,সুমি রানী দাস, ডাঃ সানন্দা ইকাবাল,অর্পনা বড়ুয়া, আগ্নি বড়ুয়া, সুমি ভাবী, আইরিন বাবু, সুলতানা ভাবী,কোহিনুর মুকুল ভাবী,লাকী আক্তার ও পারভিন ভাবী ।

এবং সহযোগিতায় ছিলেন, এম এ লিঙ্কন মোল্লা, ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, আ ন ম আব্দুল খালেক, ইকবাল হোসেন মিঠূ, সাব্বির আহম্মেদ,সামি দাস,হিল্লোল বড়ুয়া, জামাল আহম্মেদ,মোতালেব ভুইয়া, সেতু আহম্মেদ,তাইফুর রহমান ভুইয়া,অধ্যাপক শাহাদাত হোসেন,ফাহমিদ আল মাহিদ, মঞ্জুর আহম্মেদ, বোরহান উদ্দিন, জামিল আক্তার কামরুল,সোহাগ ও ইফতেখার সম্রাট প্রমুখ ।

পরিশেষে,পান্তা ইলিশ ও হরেক রকম ভর্তা দিয়ে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ ।
(ওএস/এএস/মে ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test