E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানকে কোপেনহেগেন বিমান বন্দরে উষ্ণ অভ্যর্থনা

২০১৬ মে ১৬ ১৬:৫২:০৫
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানকে কোপেনহেগেন বিমান বন্দরে উষ্ণ অভ্যর্থনা

কোপেনহেগেন থেকে : ১৪ মে ,"ওমেন ডেলিভার গ্লোবাল কনফারেন্স ২০১৬ " উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের প্রধান অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান  ও ওয়াসেকা আয়েশা খান এম পি কে  ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে বিমান বন্দরে এক অভ্যর্থনা জানানো হয়।

তিনবছর পর পর নারী ও মহিলাদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৭ সালে লন্ডন, ২০১০ সালে ওয়াশিংটন ও ২০১৩ সালে কুয়ালালামপুর শহরে। এবারের কোপেনহেগেন সম্মেলনের মূল ফোকাস নারী ও মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা , অধিকার ও প্রজনন , লিঙ্গসমতা।

আগামী অর্জনে বিভিন্ন পলিসি ও পরিকল্পনা গ্রহণ করা হবে। ইতিমধ্যে ১৫০ দেশের প্রতিনিধি , ২০০০ এর অধিক সংগঠক , ৫০০ এর মত বিদেশী সাংবাদিক সহ ৫০০০-৬০০০ ডেলিগেট কোপেনহেগেন শহরে অবস্থান করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মহাসচিব মার্গারাত চান, বিল গেটস ফাউন্ডেশন এর মিলিন্ডা গেটসসহ ইতিমধ্যে অনেক উপস্থিত হয়েছেন। নারী ও মহিলাদের উন্নয়ন বিষয়ক সবচেয়ে বৃহত সম্মেলন হিসাবে গণ্য করা হয়।

বাংলাদেশ সরকার প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় অর্থ -প্রতিমন্ত্রী এম এ মান্নান। এছাড়াও আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ডা. দীপুমনি এমপি, অধ্যাপক (ডা.) হাবিবে মিল্লাত এমপি, নাহিম রাজ্জাক এমপি, ওয়াসেকা আয়েশা খান এমপি।

এছাড়া ও বিভিন্ন এনজিও এর শতাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন।এসময় উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া, সহ সভাপতি আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সামি দাশ সাংগঠনিক সম্পাদক মানজুর আহমেদ লিমন, মোতালেব ভুইয়া, বোরহান উদ্দিন, হিল্লোল বড়ুয়া ডেনমার্ক ছাত্রলীগ এর সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কিশোর দেবনাথ, মাহফুজুর রহমান, ফয়সাল, আরাফাত, সোহাগসহ প্রমুখ।

(ওএস/এএস/মে ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test