E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রবাসীদের অধিকার ও দাবি আদায়ের একমাত্র মুখপাত্র ‘আয়েবা’

২০১৬ মে ১৮ ১৪:৫১:০২
প্রবাসীদের অধিকার ও দাবি আদায়ের একমাত্র মুখপাত্র ‘আয়েবা’

ফয়সাল আহাম্মেদ দ্বীপ : প্রবাসীদের অধিকার ও দাবি আদায়ের দীপ্ত সপথ নিয়ে ২০১২ সালে ইউরোপের ৩০টি দেশের প্রবাসী বাংলাদেশীদের সমন্বয় করে গ্রীসের রাজধানী এথেন্স থেকে ইউরোপের সর্ববৃহত অরাজনৈতিক অলাভজনক ও একমাত্র সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার যাত্রা শুরু হয়। যার একমাত্র লক্ষ ও উদ্দেশ্য প্রবাসীদের স্বার্থ সংস্লিষ্ট রক্ষা করা।

ইতিমধ্যে ইউরোপের এই বৃহত সংগঠনটি প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে বহুবার সরকারের বিভিন্ন শ্রেণীর উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়, সভা, সেমিনার করে নানামুখী কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আসছেন।

সম্প্রতি কার্য নির্বাহী পরিষদের নবম কার্য্যসভা স্ক্যান্ডিনেভিয়ার ভাল্টিক উপসাগরে নৌপথে অনুষ্ঠিত হয়েছে।

২ দিনব্যাপী এই সফরে ৩টি সেশনে কার্য্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালী, অষ্ট্রিয়া, আয়ারল্যান্ড, জার্মান, নরওয়ে, ফিনল্যান্ড, স্প্যান, বাংলাদেশ এবং আয়োজক দেশ সুইডেনসহ ইউরোপের অন্যান্য দেশের আয়েবা প্রতিনিধিরা যোগ দেন।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ডঃ জয়নুল আবেদিন এর সভাপতিত্বে মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বিগত সভার কার্য বিবরনী তুলে ধরেন। আলোচনায় অংশ নেন কোষাধক্ষ মুহিবুর রহমান, উপদেষ্ঠা লুৎফর রহমান, সহ সভাপতি ফখরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, জিন্নুরাইন জায়গিরদার, সাংগঠিনিক সম্পাদক নুরুল ওয়াহিদ, বাংলাদেশ কো অর্ডিনেটর তানভীর সিদ্দিকীসহ ইউ কে জার্মান,স্পেন, ফ্রান্স,অষ্টিয়া,সুইডেন,ইতালী সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আয়েবার ইসি সদস্যরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়েবার সহ সভাপতি ফরহাদ আলী খান।

পরে দ্বিতীয় সেশনে সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়া প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ইউরোপে বসবাসরত অবৈধ অভিবাসী বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে যে আতংক তৈরি হয়েছে তার উপর আয়েবা প্রতিনিধিরা গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং আয়েবার পক্ষ থেকে একটি কার্য্যকরী পদক্ষেপ এর কথা তুলে ধরে জানান আগামী ২৫ মে ইউরোপীয় কমিশন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় প্রতিনিধিদের সাথে আয়েবার একটি প্রতিনিধি দল বৈঠক করবেন।

এই ফলপ্রসূ বৈঠক অবৈধ অভিবাসীদের ফেরত না পাঠানোর বিষয়ে জোড়ালো ভূমিকা রাখবে বলে মনে করেন আয়েবা নেতৃবৃন্দরা। এছাড়াও একই সেশনে প্রবাসীদের ভোটাধিকার, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ প্রেরণে বিষয়ে বিগত দিনের সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনার অগ্রগতি সম্পর্কেও আয়েবা ইসি মেম্বার আলোচনা করেন।

তৃতীয় সেশনে ইউরোপ, আমেরিকা , আফ্রিকা, অষ্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আগামী ১৯ এবং ২০ নভেম্বর মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ গ্লোবাল সামিট এর বিষয়ে আলোচনা হয়। আয়েবা নেতারা বলেন এই সামিটের ফলে বিভিন্ন মহাদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীকে একই সূত্রে নিয়ে আসা সম্ভব। এই সামিটকে সফল করার লক্ষে সকলের প্রতি সব ধরনের সহযোগীতার আশা করছেন নেতৃবৃন্দরা।

তাছাড়া সংগঠনকে আরো গতিশীল ও কমিউনিটি বান্ধব করতে গণমুখী ও কল্যাণধর্মী বিভিন্ন কর্মসূচীও গ্রহণ করার উপরও জোর দেবেন নেতৃবৃন্দ।

ইউরোপের বাংলাদেশী নতুন প্রজন্মকে পড়াশোনায় মনোযোগী হবার তাগিদ দেবার পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের আয়েবা স্কলারশিপ প্রদান এবং যোগ্যতা সম্পন্ন সামর্থবান প্রবাসীরা যাতে বাংলাদেশের চলমান উন্নয়নের স্রোতধারায় নিজেদের আরো বেশি সম্পৃক্ত করতে পারে, তার উপর গুরত্ব দেয়া হচ্ছে বলে জানান।

(ওএস/এএস/মে ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test