E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউ ইয়র্কে মওসুমের প্রথম বনভোজন দিনাজপুর জেলা সমিতির

২০১৬ জুন ০১ ১৫:৪২:২৬
নিউ ইয়র্কে মওসুমের প্রথম বনভোজন দিনাজপুর জেলা সমিতির

এবাদত উদ্দিন, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মওসুমের প্রথম বনভোজন করেন দিনাজপুর জেলা সমিতি। গত রবিবার  নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হ্যাকশয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হয় এ বনভোজন। প্রতিবছরের ন্যায় এবারও এ দিনব্যাপী এ বনভোজনে ছিল শিশু-কিশোর ও নারী-পুরুষদের জন্য নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা। মওসুমের প্রথম এ বনভোজন অনুষ্ঠিত হওয়ায় নিউ ইয়র্ক ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি ষ্টেট থেকে প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

প্রবাসে বেড়ে উঠা শিশু-কিশোরদের দেশীয় সংস্কৃতির সাথে পরিচিতি করার লক্ষ্য নিয়ে তাদের জন্য বেশি বেশি খেলাধুলার ব্যবস্থা ছিল বলে জানান বনভোজনের আহবায়ক সামিউর রহমান ও সদস্য সচিব এফ আলম নিউমুন। বনভোজন মাঠে প্যাভিলিয়ন মঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আব্দুর রশিদ (ফার্মাসিষ্ট) , সাধারন সম্পাদক জাবেদ চৌধুরী ভুট্টূ, উপদেষ্টা ড.রুহুল কুদ্দুস, সহ-সভাপতি মোশারফ হোসেন ও আহবায়ক সামিউর রহমান। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন অ্যাড. আব্দুর রশিদ ও শাহানা বেগম রিনা।

প্রতিবছরের মতো এবারের বনভোজনেও ছিল আকর্ষনীয় র‍্যাফেল ড্র। এবারও প্রথম পুরুস্কার হিসেবে নিউ ইয়র্ক-ঢাকা-নিউ ইয়র্ক বিমান টিকেট, দুইটি বড় সাইজ টেলিভিশন ছাড়াও গত বছরের তুলনায় আরও অনেক বেশি পুরুস্কার প্রদন করা হয়।
শেষ পর্বে ডা. নারগিস রহমানের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী কৌশলী ইমা, সোমা রহমান, ডা. শাহনাজ আলম লিপি, সৌরভ, মামনুল হক,রুবাইয়া আখতার, জর্জ গোমেজ ও শিশুশিল্পী সুমাইয়াহ সুখ। শিল্পীদের তবলায় সঙ্গত করেন ডমিনিক গমেজ। এছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিনা বর্মন, ফারুক ও শিশুশিল্পী নাভিয়ানা।

(এইউ/এএস/জুন ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test