E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কবি শহীদ কাদরীকে নিয়ে নিউ ইয়র্কে গাঙচিলের সাহিত্য আড্ডা

২০১৬ সেপ্টেম্বর ০৯ ১৪:৩৩:৪২
কবি শহীদ কাদরীকে নিয়ে নিউ ইয়র্কে গাঙচিলের সাহিত্য আড্ডা

নিউজ ডেস্ক : কবি শহীদ কাদরীকে নিয়ে গাঙচিলের সাহিত্য আড্ডা হয়েছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটেসে গত রবিবার সন্ধ্যায় এ আড্ডা অনুষ্ঠিত হয়। প্রবাসের সাহিত্য ও সাংস্কৃতিক  চর্চা বিষয়ক সংগঠন গাঙচিল-এর ৬৮ তম আসর বসেছিল এবারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

মো: আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ও গীতিকার জীবন চৌধুরী এবং কবি ফকির ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বদিউজ্জামান নাসিম, লেখক ফাহিম রেজা নূর, ড. মাহবুব হাসান, নূরুল আবেদীন, আবু তালেব চান্দু, ড. টমাস দুলু রায় এবং ইসমাঈল খান আনসারী। শুরুতেই কবিতা পাঠ করেন কবি সালেম সুলেরী। কবি শহীদ কাদরীর কয়েকটি কবিতা আবৃত্তি করেন সৈয়দ ইসমাত তোহা এবং ছন্দা বিনতে সুলতান।

সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার পর মনের অভিমানে স্বেচ্ছায় প্রবাসে এসে নির্বাসিত জীবন বেছে নেন শহীদ কাদরী। সারাজীবনে মাত্র ১২৬ টা কবিতা লিখে তিনি আমাদের কবিতার অঙ্গনে যে অবস্থান করে নিয়েছেন তা চিরস্মরণী হয়ে থাকবে। স্বাগত বক্তব্যে গাঙচিল এর সভাপতি খান শওকত বলেন, ২০০৮ সালের মার্চ মাসে নিউ ইয়র্কে গঠিত হয় গাঙচিল সাহিত্য আসর। আমার পিতা মরহুম মহিউদ্দীন আহম্মদ খান ১৯৭৪ সালের মার্চ মাসে খুলনায় অত্যন্ত ক্ষুদ্র পরিসরে প্রতিষ্ঠা করেছিল গাঙচিল।

১৯৭৬ সালে তাঁর মৃত্যুর পর প্রায় বন্ধ হতে চলেছিল এর কার্য্যক্রম। আমি ও আমার ভাই খান আখতার কিশোর বয়স থেকেই সাহিত্য ও সংস্কৃতি চর্চায় জড়িয়ে পড়ি। পরবর্তীতে দুই ভাই মিলে ব্যাপকভাবে সংগঠিত করি গাঙচিলকে। গত ৪১ বছরে গাঙচিল সমৃদ্ধ হয়েছে অনেক। এ সংগঠনের সদস্যরাই একে সফল করে তুলেছেন ব্যাপকভাবে। বর্তমানে গাঙচিল এর তিন শতাধিক শাখা আছে সমগ্র বাংলাদেশে। কলকাতা, ইউরোপ এবং নিউইয়র্কে এর শাখা আছে। গাঙচিল এর লেখকদের গ্রন্থও আমাদের গাঙচিল প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে ১৯৮৪ সাল থেকে।

এ পর্যন্ত এ প্রকাশনী থেকে ৬ শতাধিক লেখকের প্রায় ১২ শ গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলাদেশে প্রতিবছর গাঙচিল এর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জেলা ও বিভাগীয় শহরগুলোতে। বাংলাদেশে এ সংগঠনটির মূল তত্বাবধানে রয়েছেন খান আখতার হোসেন। তারই পরামর্শে ২০০৮ সালের মার্চ মাসে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে গড়ে তুলি গাঙচিল সাহিত্য আসর এবং ২০১৩ সালে গাঙচিল থিয়েটার। প্রবাসে এই সংগঠনটিকে সফল করেছেন এ সংগঠনের সদস্যরা। তাদের ভালোবাসা নিয়েই গত ৭ বছরে আমরা ৬৮টি সফল সাহিত্য আসর করতে পেরেছি। এজন্য সকল বন্ধুকে আজ কৃতজ্ঞতা জানাচ্ছি।

সদ্য প্রয়াত কবি শহীদ কাদরীর জন্য মিলাদ মাহফিলের পর শুরু হয় আলোচনাসভা এবং কবিতা পাঠ। এই পর্বে অংশ গ্রহন করেন ছন্দা বিনতে সুলতান, বদিউজ্জামান, স্বপ্ন কুমার, স্বপন বসু, আলমগীর ভূঁইয়া, মিলি আরোজা, মিস নূর এবং কানিজ আয়শা।
সবশেষে গাঙচিলের প্রধান উপদেষ্টা বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন সকলকে ধন্যবাদ জানান।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test