E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টরন্টোতে মুক্তিযুদ্ধ মন্ত্রীকে সংবর্ধনা

২০১৬ সেপ্টেম্বর ২২ ১৫:০৮:৫০
টরন্টোতে মুক্তিযুদ্ধ মন্ত্রীকে সংবর্ধনা

সদেরা সুজন, কানাডা থেকে :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে মন্ট্রিয়লে অনুষ্ঠিত ফিফথ গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেনন্স-এ অংশগ্রহন কালে তাঁর সফরসঙ্গী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক কনফারেন্স শেষে গত রবিবার টরন্টোতে কানাডা বঙ্গবন্ধু পরিষদ  কর্তৃক সংবর্ধিত হন । টরন্টোস্থ ড্যানফোর্থ রোডের মিজান অডিটোরিয়ামে কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারন সম্পাদক ফারহানা শান্তা স্বাগত বক্তব্য রাখেন । তারপর একে একে কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, টরন্টো আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কানাডা'র নেতৃ্বৃন্দ বক্তব্য রাখেন ।

প্রধান অতিথি'র ভাষনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজ্জাম্মেল হক তাঁর বক্তব্যে বাংলাদেশে এই সরকারের আমলে অর্থনৈতিক, সামাজিক বিশেষ করে নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য খাত ও যোগাযোগ ব্যবস্থার প্রভুত উন্ন্যনের বর্ণনা দেন । তাছাড়া জামাতের সংগঠন ও রাজনীতি নিষিদ্ধ করন, আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং মুক্তি সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশের সৃষ্টির সঠিক ইতিহাস তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান । বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স। অনুষ্ঠানে কানাডায় নির্বাসিত বংগবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফাঁসির দন্ডপ্রাপত পলাতক মেজর নুর চৌ. কে দেশে ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারের বিভিন্ন স্তরে যোগাযোগ ও চাপ সৃষ্টি অব্যহত রাখার কৌশল নিয়েও আলোচনা হয়। সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি আমিন মিয়ার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উল্লেখ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনির বাবু ও লিটন কাজী।

(এসএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test