E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রবাস জীবনের খেরো খাতা---০১

২০১৭ মে ০৮ ১৯:০০:৪৭
প্রবাস জীবনের খেরো খাতা---০১

প্রবীর বিকাশ সরকার


জাপানি সঙ্গীতজ্ঞ এবং জাজ-ড্রামার তোশি ৎসুচিতোরিকে অনেকেরই স্মরণে থাকতে পারে। আশির দশকে তিনি ব্যাপক সাড়া জাগিয়েছিলেন ব্রিটিশ নাট্যকার পিটার ব্রুকের ৯ঘণ্টার সুদীর্ঘ মঞ্চনাটক ‘মহাভারতে’র সঙ্গীত পরিচালক হিসেবে।এনএইচকে টিভি এই নাটকটি সম্প্রচার করেছিল দেখেছিলাম। তখন তাঁর বয়স ছিল ৪০ এর কাছাকাছি।

তিনি নারা-প্রিফেকচারে (?) তাঁর বাড়িতে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আদলে একটি প্রাকৃতিক সৌন্দর্যসমৃদ্ধ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করার কথা এক সাক্ষাৎকারে বলেছিলেন। ভারতেও তিনি গিয়েছিলেন। রবীন্দ্রনাথ সম্পর্কে তাঁর গভীর আগ্রহ ছিল। এখন তিনি কোথায় আছেন জানি না। তাঁকে নিয়ে ১৯৯১ সালে আমার ‘মানচিত্র’ কাগজে একটি ফিচার লিখেছিলাম।

লেখক : জাপান প্রবাসী লেখক।

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test