E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রবি ঠাকুরের কবিতা ও গানে টরেন্টো মাতালেন বেলায়েত ও কাকলি

২০১৭ আগস্ট ০৭ ২০:৩৬:০১
রবি ঠাকুরের কবিতা ও গানে টরেন্টো মাতালেন বেলায়েত ও কাকলি

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : গত ৬ আগস্ট রবিবার রবি ঠাকুরের কবিতা ও গানে কানাডার টরেন্টো মাতালেন বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিকার বেলায়েত হোসেন ও কানাডা প্রবাসী বাংলাদেশী সঙ্গীত শিল্পী নাহিদ কবির কাকলি। 'বিমল আনন্দে জাগো' শীর্ষক বিশেষ ওই আনন্দ আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ নাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন বেলায়েত হোসেন এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন নাহিদ কবির কাকলি।

টরেন্টোর ২৫৫০ ডানফোর্থ এভিনিউয়ের হোপ ইউনাইটেড চার্চে ওই বিশেষ আনন্দ আয়োজনটি সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে। হল ভর্তি বিপুল সংখ্যক দর্শক মধ্যরাত পর্যন্ত পিনপতন নিস্তব্ধতায় ওই আনন্দ আয়োজন উপভোগ করেন।

মেরী রাশেদিনের উপস্থাপনায় 'বিমল আনন্দে জাগো' শীর্ষক বিশেষ ওই আনন্দ আয়োজনে তবলায় ছিলেন সজীব চৌধুরী, কী বোর্ডে মোহাম্মদ মাহবুবুল হক ও পারকাশন যন্ত্রে মুরাদ দীপ। সকলের অনবদ্য পারফর্মেন্স উপস্থিত দর্শক-শ্রোতার মন কেড়ে নেয়।

(পিএস/এএস/আগস্ট ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test