E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জন্মনিয়ন্ত্রণে আসছে রিমোট কন্ট্রোলার!

২০১৪ জুলাই ০৮ ১৬:০৭:৪৪
জন্মনিয়ন্ত্রণে আসছে রিমোট কন্ট্রোলার!

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে রিমোটনিয়ন্ত্রিত গর্ভনিরোধক চিপ। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের অর্থায়নে এই প্রকল্পটির কাজ চলছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিশেষ এই চিপটি ২০১৮ সাল নাগাদ বাজারে আসার কথা রয়েছে।

২০ মিলিমিটার বাই ২০ মিলিমিটার বাই ৭ মিলিমিটার আকৃতির এই গর্ভনিরোধক চিপটি নারীদের ত্বকের অভ্যন্তরে স্থাপন করতে হবে। চিপটি প্রতিদিন লেভোনরজেস্ট্রল নামের একটি হরমোনের ৩০ মাইক্রোগ্রাম পরিমাণ ডোজ শরীরে ছাড়বে। ১.৫ সেন্টিমিটার প্রশস্ত এই মাইক্রোচিপে অবস্থিত ক্ষুদ্রাকৃতির হরমোন ধারকে বিশেষ এ হরমোন সংরক্ষিত থাকবে। টানা ১৬ বছর চিপটি হরমোন ডোজ ছাড়তে পারবে।

চিপ ব্যবহারকারী ইচ্ছা করলে ওয়্যারলেস রিমোটের সাহায্যে যে কোনো সময় চিপটির কার্মকাণ্ড বন্ধ করে দিতে পারবেন বলেই জানিয়েছেন এর নির্মাতারা।

এই চিপ প্রসঙ্গে এমআইটি’র ডক্টর রবার্ট ফারা বলেছেন, “যারা পরিবার পরিকল্পনা করছেন তাদের জন্য ডিভাইসটি চালু করা এবং বন্ধ করার প্রক্রিয়াটি সুবিধাজনক হবে।”

কিন্তু ব্যবহারকারীর অজান্তে কেউ যাতে চিপটির রিমোট নিয়ন্ত্রণ নিতে না পারেন সে জন্যও কাজ করছেন এর নির্মাতারা। এই প্রসঙ্গে ড. ফারা বলেছেন, “এ বিষয়ে ঝুঁকি এড়াতে আমরা নিরাপদ এনক্রিপশন ব্যবহার করেছি।”

প্রি-ক্লিনিকাল পরীক্ষার জন্য ২০১৫ সালে চিপটি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলেই জানিয়েছে বিবিসি।

(ওএস/এটিআর/জুলাই ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test