E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উইন্ডোজ ৮.১ থাকছে ১৩ মে পর্যন্ত

২০১৪ এপ্রিল ২০ ০৮:০০:১৪
উইন্ডোজ ৮.১ থাকছে ১৩ মে পর্যন্ত

ডেস্ক রিপোর্ট, ঢাকা : আপনি কি উইন্ডোজ ৮.১ ভার্সনটি ব্যবহার করছেন? তাহলে একেবারে নতুন এই উইন্ডোজের আপডেট আপনাকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করে নিতে হবে। কারণ মে মাসের ১৩ তারিখের পর থেকে এর কোনো নিরাপত্তাব্যবস্থা, বাগ ফিক্স এবং ফিচার আপডেট আর দেবে না মাইক্রোসফট। তাই উইন্ডোজ ৮.১ এর আপডেটে চলে যেতে হবে সবাইকে।

এখন জেনে নিন, কীভাবে কম্পিউটারে উইন্ডোজ ৮.১ কে ৮.১ এর আপডেটে নিয়ে যাবেন...

প্রথমেই আপনার সিস্টেমটির ব্যাকআপ নিয়ে নিন। ইনস্টল করার পর উইন্ডোজ ব্যাকআপ ফাইল নিয়ে নেবে। কারণ এ কাজের সময় যেকোনো সমস্যা হলে পরে বিপদে পড়ে যাবেন। তাই ব্যাকআপ রাখুন। মনে রাখবেন, আপডেট করার পর উইন্ডোজ স্টোর অটোমেটিক চলে আসবে না। এ জন্য ওগুলো আবার ইনস্টল করে নিতে হবে। এবার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটিকে বন্ধ করে ইন্টারনেট সংযোগ করুন।
এবার উইন্ডোজ ৮.১ এর সব আপডেট ইনস্টল করতে থাকুন। আগামী কয়েক সপ্তাহ ধরে আপনারা আপডেট পেতে থাকবেন। এ জন্য আপডেট সেটিংটাকে সঠিকভাবে সাজিয়ে নিন।
ম্যানুয়ালি উইন্ডোজ ৮.১ এর আপডেট ডাউনলোড করতে চাইলে স্টার্ট ম্যানুতে গিয়ে উইন্ডোজ স্টোরে ক্লিক করুন। উইন্ডোজ ৮.১ আপডেটে ক্লিক করুন এবং ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডার অটোমেটিক কাজ করতে থাকবে। পুরো সিস্টেম চেক করে দেখে নিবে সবকিছু রয়েছে কিনা। কিছু প্রয়োজন হলে তাও বলে দেবে।
আপনার কম্পিউটারের কনফিগারেশন এবং ইন্টারনেটের গতি অনুযায়ী ডাউনলোড এবং ইনস্টল হতে আধা ঘণ্টা থেকে শুরু করে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে। এর মধ্যে কম্পিউটারে অন্যান্য কাজ করতে পারবেন। কিছু সেভ করে রাখতে হবে। কারণ এ সময় কম্পিউটার রিস্টার্ট নেবে। সেভ না করলে অটোমেটিক সব ফাইল এবং অ্যাপস বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট নেবে।
একধিকবার রিস্টার্ট নেওয়ার প্রয়োজন হতে পারে এবং রিস্টার্ট হতে ২০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারে।
রিস্টার্টের কাজ চলাকালীন আপডেট ইনস্টলের জন্য টার্মস অব ইউজ, সেটিং পছন্দ করে নেওয়া এবং সাইনিং ইন করতে হবে। আপডেট পেতে মাইক্রোসফটের নিয়ম-কানুন মেনে নিতে হবে। এর পর নেটওয়ার্ক, ব্রাউজার, অ্যাপস, ড্রাইভার, নিরাপত্তাব্যবস্থা এবং অন্যান্য কনফিগারেশন পছন্দ করে নিতে হবে। এ ছাড়া আপনি রিকমেন্ড করা এক্সপ্রেস সেটিং নিয়ে নিতে পারেন।
সব কাজ শেষ হলে আপনাকে মাইক্রোসফটে সাইনিং ইন করতে হবে উইন্ডোজ ৮.১ এর আপডেট ব্যবহারের জন্য। যদি আপনার মাইক্রোসফটে অ্যাকাউন্ট না থাকে তবে পুরোনো উইন্ডোজের অ্যাকাউন্ট বা নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।
তবে বিভিন্ন প্রতিষ্ঠানে উইন্ডোজ ৮.১ এর আপডেটের সময় বিভিন্ন সমস্যার কথা শোনা গেছে। সে ক্ষেত্রে আপনি ১৩ মে পর্যন্ত অপেক্ষা করলে ভালো হবে। যদিও এসব সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছের মাইক্রোসফট, তবুও জরুরি হলে আপনি একজন আইটি এক্সপার্টকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারেন।
সূত্র : বিজনেস ইনসাইডার।

(ওএস/অ/এপ্রিল ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test