E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার মেশিনে জন্ম নেবে শিশু

২০১৪ সেপ্টেম্বর ২৩ ১৩:০৫:৩১
এবার মেশিনে জন্ম নেবে শিশু

ডেস্ক রিপোর্ট :একদল গবষেক মা ছাড়াই শিশুর জন্ম দিতে চলেছে ।মেশিনে জন্মাবে এসব শিশু ।কৃত্রিম উপায়ে জন্ম নওেয়া এই পদ্ধতির তাঁরা নাম দিয়েছেন একটোজনেসেসি৷ ২০৩৪ সালরে মধ্যইে সফল হবেন বলে  তাঁরা আশা করছেন ৷

২০০১ সাল থকেে গবেষণা শুরু হয়ছে ৷ গবষেকরা একটোজনেসেসি পদ্ধতির সাহায্যে এর আগে প্লাসন্টো যন্ত্রে ইঁদুরের ভ্রুণ তৈরীতে কাজ করছেন ।এই প্রযুক্তি নিয়ে অবশ্য পক্ষে বিপক্ষে নানা মতভদে রয়ছে ।
এক্টোজনেসেসি কী? এক্টোজনেসেসি হল শরীররে বাইরে এই জৈব দেহের বেড়ে ওঠার পদ্ধতি যা পশু বা ব্যাকটেরিয়ায় প্রয়োগ করা হয় ৷ এতে কৃত্রিমর্গভাশয়ের জন্য কৃত্রিম একটি জরায়ূর প্রয়োজন পড় ।যেটি ভ্রুণের জন্য পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করতে পার৷ বর্জ্য অপসারণের জন্য কাস্টম-বল্টি বা অ্যামিনোটিক ফ্লুইডের থলিও প্রয়োজন পড়ে । এইসব বস্তুকে একটি প্লাসন্টো যন্ত্র দিয়ে সংযুক্ত করা হয়, তাতে বিভিন্ন তার সংযুক্ত থাকে ৷ এই পদ্ধতি চালু হলে স্যারোগটে মাদার বা গর্ভ ভাড়া করার প্রয়োজন পড়বে না৷

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test