E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০১৭ সালে ছুটি কাটাতে পারবেন চাঁদে

২০১৪ অক্টোবর ১৭ ১৮:৫৪:২২
২০১৭ সালে ছুটি কাটাতে পারবেন চাঁদে

নিউজ ডেস্ক : চিরায়ত পদ্ধতিতে অবকাশ যাপনে ক্লান্তি চলে আসলে যোগাযোগ করতে পারেন ‘স্পেস অ্যাডভেন্সার’ নামের কোম্পানির সাথে । চাঁদে ছুটি কাটাতে নিয়ে যাচ্ছে তারা !

২০১৭ সালের শুরুর দিক থেকেই এ ধরণের প্রমোদ ভ্রমণে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি । খরচ পড়বে মাত্র ১৫০ মিলিয়ন ডলার !

এমনকি তারা ইতোমধ্যে দুই জনের কাছে টিকেট বিক্রি পর্যন্ত করে ফেলেছে ! তবে এখনো এটা ঠিক হয়নি তারা দুইজন কি একই সাথে ভ্রমণে যাবেন না একা একা, কিংবা কে আগে কে পরে সেটাও নির্ধারণ হয়নি ।

চাঁদকে এরকমভাবে কাছ থেকে দেখেছে মাত্র ১৮ জন ব্যক্তি । এবং সেই ১৯৭২ সালের অ্যাপোলো মিশনের পর থেকে তো কেউ দেখেনি । সুতরাং এরকম খরচ করে হলেও চাঁদকে এত কাছ থেকে দেখা একটা বিশাল অর্জনই বটে !

প্রতিষ্ঠানটি জানিয়েছে চাঁদে ভ্রমণের পর্যাপ্ত সরঞ্জামাদি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি তাদের কাছে আছে কিংবা প্রয়োজনে উদ্ভাবন করতে সক্ষম তারা । এ ধরণের প্রযুক্তিগত অর্জন খ্যাতির ব্যাপারই বটে ।

সরাসরি মানুষ নিয়ে ভ্রমণের পূর্বে তারা বারংবার পরীক্ষা করে দেখবে তাদের যন্ত্রপাতি এ ধরণের ভ্রমণে সক্ষম এবং উপযুক্ত কিনা ।

(ওএস/এটিআর/অক্টোবর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test