E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে গ্রামীণফোনের থ্রিজি উদ্বোধন

২০১৪ অক্টোবর ২৩ ১৭:২৮:৪৩
গৌরনদীতে গ্রামীণফোনের থ্রিজি উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে অবশেষে জেলার জনগুরুতপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত গৌরনদীতে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক চালু করা হয়েছে।

এ উপলক্ষে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে গ্রামীণফোনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে সড়কের দু’পার্শ্বে দাঁড়িয়ে থ্রিজি নেটওয়ার্ক চালু করায় গ্রামীণফোন কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন উৎসুক জনতা। গ্রামীণফোনের স্থানীয় সুপার ভাইজার মো. জসিম উদ্দিন জানান, বুধবার সকাল থেকেই টেস্ট হিসেবে থ্রিজি নেটওয়ার্ক চালু করা হলেও বৃহস্পতিবার সকালে তা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

গৌরনদী বাসষ্ট্যান্ডের মেসার্স নাজমা ইলেকট্রনিক্স নামের মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মো. মিজানুর রহমান জানান, গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক চালু করার পর বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কোম্পানীর থ্রিজি মোবাইল সেট বিক্রির ধুম পরেছে।

(টিবি/এএস/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test