E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানুষ এবার ধূমকেতুতে

২০১৪ নভেম্বর ১৩ ০০:২৩:২২
মানুষ এবার ধূমকেতুতে

ডেস্ক রিপোর্ট :পৃথিবী থেকে ৫১ কোটি কিলোমিটার দূরের একটি ধূমকেতুতে পৌঁছেছে মানুষের তৈরি অনুসন্ধানী রোবট ‘ফিলে’।

গতকাল বুধবার গ্রিনিচ মান সময় ১৬টা ৫ মিনিটে (বাংলাদেশি সময় রাত ১০টা ৫ মিনিটে) কমেট ৬৭/পি/বরফ ও ধুলাবলিতে ঘেরা চুরিউমভ-গেরাসিমেনকো’ নামের ধূমকেতুর পৃষ্ঠে অবতরণ করে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) পাঠানো ‘ফিলে’।

সফল অবতরণের পর জার্মানিতে এটির নিয়ন্ত্রণকক্ষে আনন্দের বন্যা বয়ে যায়। ইএসএর ডিরেক্টর জেনারেল জ্যাঁ জ্যাকস দরদাইন বলেছেন, ‘মানব সভ্যতার জন্য এটি একটি বিশাল অর্জন।’

আড়াই মাইল চওড়া ওই ধুলো ও বরফের ধুমকেতুতে ফিলের অবতরণ নিয়ে সংশয়ে ছিলেন বিজ্ঞানীরা। অবতরণের প্রধান সমস্যা ছিল ধুমকেতুটির মাধ্যকর্ষণ। পৃথিবীর তুলনায় সেখানকার মাধ্যকর্ষণ অনেক কম। এ ছাড়া ধুমকেতুর পৃষ্ঠটি বহু খানাখন্দে ভর্তি।

বিজ্ঞানীরা বলেছেন, ফিলের পাঠানো ওই ধুমকেতুপৃষ্ঠের ছবি দেখে সেখানকার রাসায়নিক কম্পোজিশন বিশ্লেষণ করা হবে। এটি থেকে সাড়ে চারশ কোটি বছর আগে সৌরজগৎ সৃষ্টির সময়ের নানাদিক সম্পর্কে তথ্য পাওয়া

ফিলের পাঠানো তথ্যের মাধ্যমে সৌর জগতের উৎপত্তি সম্পর্কিত বহু অজানা তথ্য মিলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
এই ঘটনাকে ‘মানব সভ্যতার বিশাল অর্জন’ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। বিবিসি সূত্র থেকে

(ওএস/এসসি/নভেম্বর১৩,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test