E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবোলা ভ্যাকসিনের প্রথম চালান লাইবেরিয়ায়

২০১৫ জানুয়ারি ২৪ ১২:৫০:৩১
এবোলা ভ্যাকসিনের প্রথম চালান লাইবেরিয়ায়

নিউজ ডেস্ক : গ্ল্যাক্সোস্মিথক্লাইনের পরীক্ষাধীন এবোলা ভ্যাকসিনের প্রথম চালান পাঠানো হয়েছে পশ্চিম আফ্রিকায় এবং শুক্রবার নাগাদ তা লাইবেরিয়ায় পৌঁছানোর কথা। পশ্চিম আফ্রিকায় ইতিহাসের সবচাইতে ভয়াবহ এবোলা মহামারীর প্রকোপ কিছুটা কমে আসছে। কিন্তু এখনও ওই এলাকার মানুষদের সতর্ক থাকতে উপদেশ দেওয়া হচ্ছে। এক বছর আগে গিনিতে শুরু হওয়া এই মহামারীতে আক্রান্ত হন ২১,৭২৪ জন এবং মারা যান ৮,৬৪১ জন।

এবোলা সবচাইতে খারাপ পরিস্থিতি ধারণ করে যে দেশগুলোতে, তার মাঝে একটি হলো লাইবেরিয়া। এই প্রথম বৃহৎ পরিসরে এই ভ্যাকসিনের প্রয়োগ হবে। এবোলা রোগীদের আশেপাশে থাকা স্বাস্থ্যকর্মীদের প্রথমেই এই ভ্যাকসিনের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে ৩০ হাজার মানুষকে এই ভ্যাকসিন দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে এই ভ্যাকসিনের ফেজ ১ সেফটি ট্রায়াল চলছে ব্রিটেন, আমেরিকা, সুইজারল্যান্ড এবং মালি৪ ২০০ জন ভলান্টিয়ারের ওপর। এই ট্রায়াল থেকে পাওয়া তথ্য থেকে গবেষকেরা মোটামুটি নিশ্চিত যে এই ভ্যাকসিন ব্যবহারযোগ্য। ভ্যাকসিনটি শিম্পাঞ্জীর এক ধরণের কোল্ড ভাইরাস যা এবোলার জায়ারে প্রকরণের ক্ষেত্রে কার্যকর। এটি আফ্রিকান মানুষের ওপরেও নির্দিষ্ট একটি ডোজে নিরাপদভাবে ব্যবহার করা যাবে। তবে এখনো এটি সার্বজনীনভাবে প্রয়োগের জন্য প্রস্তুত নয়।

(ওএস/পি/জানুয়ারি ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test