E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ৩দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

২০১৫ জানুয়ারি ২৪ ১৩:৩০:২৭
বাগেরহাটে ৩দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি : তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে জীবনমান বৃদ্ধির জন্য মানুষকে নানামুখী ই-সেবা প্রদানে উৎসাহিত করার লক্ষে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলা উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ৩ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা পরিচালক-১ শেখ ইউসুফ হারুন।

পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যোনে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট পুলিশ সুপার মো: নিজামুল হক মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শাহআলম সরদার প্রমুখ। মেলায় বাগেরহাটের ২২টি স্টল অংশ নিচ্ছে । আয়োজকরা জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওয়েব পোর্টাল নির্মান, তথ্য সেবা কেন্দ্র স্থাপন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সেনিটেশন, শিশু ও মাতৃ মৃত্যুহার, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ভৌত অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ খাতের সাফল্যের বিষয় ই-সেবা প্রদানে মানুষকে উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়।

(একে/পি/জানুয়ারি ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test