E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ৩ দিনব্যাপী উদ্ভাবনী ডিজিটাল মেলা 

২০১৫ ফেব্রুয়ারি ১৫ ১৭:১৬:০৬
শেরপুরে ৩ দিনব্যাপী উদ্ভাবনী ডিজিটাল মেলা 

শেরপুর প্রতিনিধি : ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শেরপুরে ১৫ ফেব্রুয়ারি রবিবার তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বিকালে শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে হুইপ মো. আতিউর রহমান আতিক ডিজিটাল মেলার উদ্বোধন করেন। এসময় হুইপ আতিক বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এজন্যই সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের সহায়তায় জেলা প্রশাসন আয়োজিত এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় বিশেষ অতিথি পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, পিপি অ্যাডভোকেট চন্দনকুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক জানান, এবারের ডিজিটাল মেলায় সরকারি ই-সেবা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও‘র ২৩ টি স্টল স্থাপন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইন সেবা সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, অনলাইন ক্যুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগীতা এবং মাল্টিমিডিয়া ক্লাশরুম, ইনোভেশন ও আউটসোর্সিং সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত ডিজিটাল মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।
(এইচবি/পিবি/ফেব্রুয়ারি ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test