E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অচিরেই আসবে শব্দহীন মোটর সাইকেল

২০১৪ মে ১১ ১৬:১৭:৩৬
অচিরেই আসবে শব্দহীন মোটর সাইকেল

নিউজ ডেস্ক : পাশ দিয়ে দ্রুতগতিতে ছুটে যাবে মোটরসাইকেল অথচ কোনো শব্দ করবে না! ভাবতে পারছেন, কী দারুণ একটা ব্যাপার হবে সেটা? সাধারণ মানুষ না বুঝলেও যারা বাইকার তারা ঠিক বুঝবেন এর গুরুত্ব।

দুর্গম-রাস্তায় নি:শব্দে চলাচলে সক্ষম স্টিলথ মোটরসাইকেল নিয়ে কাজ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য স্টিলথ মোটরসাইকেল তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে দেশটির ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা)।

সম্প্রতি ভার্জিনিয়াভিত্তিক প্রযুক্তি-উদ্যোক্তা প্রতিষ্ঠান লোগোস টেকনোলজিসকে স্টিলথ মোটরসাইকেল তৈরির কাজ দিয়েছে ডারপা।

লোগোস টেকনোলজিস মাল্টিফুয়েল হাইব্রিড-ইলেকট্রিক পাওয়ার সিস্টেম উদ্ভাবন করে খ্যাতি পেয়েছে। এই সিস্টেমে একাধিক জ্বালানি ও বৈদ্যুতিক শক্তি ব্যবহারের সুযোগ রয়েছে।

এক বিবৃতিতে লোগোস জানিয়েছে, লোগোসের সিস্টেমটি ইলেকট্রিক মোটরসাইকেল নির্মাতা বিআরডির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই পদক্ষেপ প্রথমবারের মতো দুই চাকার কোনো মোটরসাইকেলে মাল্টিফুয়েল হাইব্রিড সক্ষমতা যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যরা দুর্গম রাস্তায় ও প্রতিকূল পরিবেশে এই মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। জ্বালানি ছাড়াও এই মোটরসাইকেল বৈদ্যুতিক শক্তিতে চলবে।

(ওএস/এটি/মে ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test