E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৭ মার্চ পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে গ্রহাণু

২০১৫ মার্চ ২৬ ১৩:০১:৩৮
২৭ মার্চ পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে গ্রহাণু

নিউজ ডেস্ক : গোটা দেশ ধ্বংস করার ক্ষমতাসম্পন্ন একটি বিশাল গ্রহাণু পৃথিবীর একেবারে কান ঘেঁষে বেরিয়ে যাওয়ার কথা।

নাসা সূত্রে জানা যায়, ২৭ মার্চ ‘২০১৪-ওয়াইবি-৩৫’ নামের গ্রহাণুটি ৩৭ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর ২৮ লক্ষ মাইল দূর দিয়েই বেরিয়ে যাবে। সামান্যতম সংঘর্ষেও ব্যাপক প্রাকৃতিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির আধিকারিকদের দাবি, তাদের গবেষণাগার থেকে নেয়া ছবি থেকে প্রমাণিত যে, ওই গ্রহাণুটি পৃথিবীর একেবারে গা ঘেঁষে যাবে। দূরত্বের বিচারে আপাতভাবে মনে হতেই পারে যে পৃথিবী থেকে অনেক দূর দিয়েই যাচ্ছে গ্রহাণুটি, কিন্তু বিষয়টা অতটা স্বস্তির নয় বলেই জানিয়েছে নাসা।

আমেরিকার ক্যাটালিনা স্কাই সার্ভের দাবি, ২০১৪-র শেষের দিকে ওই গ্রহাণুটিকে প্রথম দেখতে পান তারা। সেই থেকেই শুরু হয়েছে একে ঘিরে জোর জল্পনা। নক্ষত্রবিজ্ঞানীরা পরিস্থিতির উপর কড়া নজরদারি জারি রেখেছে।

বৈজ্ঞানিকদের দাবি, ক্ষুদ্র আকারের উল্কা মাঝেমধ্যেই পৃথিবীর পাশ দিয়ে যায়। কিন্তু এই রকম বিশালাকারের গ্রহাণু প্রতি ৫হাজার বছরে একবার দেখা গেলেও যেতে পারে। কোনভাবে যদি পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ ঘটে তবে ঘটবে বিরাট বিস্ফোরণ।

বিজ্ঞানীদের মতে, ১হাজার ৫শ’ কোটি টিএনটি একসঙ্গে ফাটালে যে শক্তি উৎপন্ন হবে, এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হলে একই পরিমাণ শক্তি উৎপন্ন হবে।

এমনকি সামান্যতম সংঘর্ষেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। ভূমিকম্প, সুনামির মত প্রাকৃতিক বিপর্যয় হওয়ারও সম্ভাবনা প্রবল। ১৯০৮ সালে রাশিয়ার সাইবেরিয়ায় ৫০ মিটার চওড়া একটি বিশাল শিলা ঝড়ে পড়েছিল। তুঙ্গুষ্কা কাণ্ড নামে ওই ঘটনায় ৮ কোটিরও বেশি গাছপালা নষ্ট হয়েছিল। তার জেরে রাশিয়ায় হয়েছিল মারাত্মক ভূমিকম্প। সেই ঘটনার থেকেও ভয়ঙ্কর কিছু এবার ঘটবে কিনা এই আতঙ্কে সারা বিশ্ববাসী।

(ওএস/এটিঅার/মার্চ ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test