E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গতিসীমা মানতে বাধ্য করবে ফোর্ডের এস-ম্যাক্স

২০১৫ মার্চ ২৬ ১৩:১১:৪৯
গতিসীমা মানতে বাধ্য করবে ফোর্ডের এস-ম্যাক্স

নিউজ ডেস্ক : রাস্তায় সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করায় গাড়ি চালককে জরিমানা করার ব্যাপারটি অহরহই ঘটে থাকে। তবে চালককে সর্বোচ্চ গতি সীমা মানতে বাধ্য করবে, এমন একটি প্রযুক্তি গাড়িতে যুক্ত করেছে ফোর্ড।

ফোর্ডের ইনটেলিজেন্ট স্পিড লিমিটার নামক এই প্রযুক্তি প্রথম যুক্ত করা হয়েছে ফোর্ড এস-ম্যাক্স গাড়িতে যা শীঘ্রই ইউরোপে উন্মুক্ত করা হবে। আর এই প্রযুক্তি গাড়ি চালানোর পুরো ব্যাপারটিকেই পালটে দেবে বলে ধারণা করা হচ্ছে।

গাড়িটির উইন্ডশিল্ডে থাকছে একটি ক্যামেরা যা রাস্তার দুই পাশে থাকা বিভিন্ন রোডসাইন স্ক্যান করবে এবং যখন গাড়ি একটি নির্দিষ্ট গতিসীমা অঞ্চলে প্রবেশ করবে, তখন নিজে থেকেই সর্বোচ্চ গতি কমিয়ে নিয়ে আসবে। এক্ষেত্রে গতি কমানোর জন্য ব্রেক ব্যবহারের পরিবর্তে জ্বালানী সরবরাহ কমিয়ে দেবে গাড়ি।

তবে কখনও যদি খুব বেশি গতি দরকার হয়, সেক্ষেত্রে এই সিস্টেমটি বন্ধ করে রাখার ব্যস্থাও আছে। আর গাড়ির চালক এবং অন্যান্য আরোহীদের নিরাপত্তায় আরও কিছু ব্যবস্থাও সংযোজন করা হয়েছে এই গাড়িতে।

(ওএস/অ/মার্চ ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test