E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাশূন্যে রোবটের গিনেজ রেকর্ড

২০১৫ মার্চ ৩০ ০৯:৩৭:১৪
মহাশূন্যে রোবটের গিনেজ রেকর্ড

নিউজ ডেস্ক : জাপানের ১টি রোবট মহাশূন্যে ২টি গিনেজ রেকর্ড করেছে। রোবটের নাম কিরোবো। আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) রোবটটি পৌঁছালে এ রেকর্ড হয়। খবর পিটিআইয়ের।

৫ বছর গবেষণা করে রোবটটি তৈরি করে জাপানের একাধিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে জাপানের বিজ্ঞাপন সংস্থা ডেন্টসু, টোকিও বিশ্ববিদ্যালয়ের এডভান্স সাইন্স এন্ড টেকনোলজি বিভাগ, রোবো গ্যারেজ, টয়োটা মোটর কর্পোরেশন এবং জ্যাক্সা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি।

কিরোবো যে ২টি গিনেজ বুক অব রেকর্ড করেন তার একটি হচ্ছে, এটি বিশ্বের প্রথম রোবট যে রোবট অন্য একটি রোবটের সঙ্গী হিসেবে মহাশূন্যে গিয়ে সংলাপ করতে সমর্থ হয়। সঙ্গী কোইচি ওকাতার সাথে ৭ ডিসেম্বর ২০১৩ সালে কিরবো কথা বলে।

গত ৯ আগস্ট ২০১৩ সাল কিরবো আইএসএসে পৌঁছে এবং কোইচি ওকাতা নামক আরেকটি রোবটের সাথে তার দেখা হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌছার ১১ দিন পর ২১ আগস্ট ২০১৩ সালে কিরোবো কথা পৃথিবীর সাথে কথা বলা শুরু করে।

দ্বিতীয় রেকর্ডটি হচ্ছে সবচেয়ে উঁচু জায়গায় সংলাপের ক্ষমতা অর্জন করা। সমুদ্র পৃষ্ঠ থেকে ৪১৪ কি:মি উচ্চতায় কিরবো রোবটটি কথা বলতে সক্ষম হয়।

২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি কিরোবো পৃথিবীতে ফিরে আসে। স্পেস এক্স সিআরএস-৫ ড্রাগন কার্গোতে করে রোবটটি পৃথিবীতে আসে।

পৃথিবীতে ফিরে কিরোবো প্রথম বাক্য ছিল, উপর থেকে পৃথিবীকে নীল রঙয়ের মত জলতে দেখায়।

(ওএস/এটিআর/মার্চ ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test