E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘তরুণরাই গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’

২০১৫ এপ্রিল ১০ ১৫:৫৮:২৫
‘তরুণরাই গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার : ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘তরুণরাই গড়বে নতুন দেশ। ডিজিটাল হবে বাংলাদেশ।’


রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে শুক্রবার ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশ এগিয়ে নেওয়ার জন্য বেশি বেশি প্রোগ্রামার তৈরি করতে হবে। দেশে যত বেশি প্রোগ্রামার তৈরি হবে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কাজ তত জোরাল হবে।’

তিনি বলেন, ‘দেশের মোট জনসংখ্যার ৭০ ভাগই তরুণ। তরুণদের কাজে লাগিয়ে তথ্য ও প্রযুক্তি সম্পন্ন মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার তথ্য বিপ্লবের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ায় যথাসম্ভব সবকিছু করে যাচ্ছে। হাই স্কুল পর্যায় পর্যন্ত প্রোগ্রামিং কনটেস্ট বিস্তৃত করা হচ্ছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী জুন মাসে ঢাকায় এ ব্যাপারে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাফর ইকবাল এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কায়কোবাদ।

সভাপতিত্ব করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার।

অনুষ্ঠানে ১৯৯৮ সাল থেকে আইসিপিসি ও আঞ্চলিক পর্যায়ে শীর্ষস্থান অধিকারী বিভিন্ন দলের ৮০ জনকে সম্মাননা এবং এবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রাক বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সে অংশগ্রহণকারীদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে কাজাকিস্তানে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের রাউন্ড-ট্রিপে বিমান ভাড়া ও দৈনন্দিন খরচ বাবদ মোট পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়। ১৯৯৮ সাল থেকে আইসিপিসি’র ওয়ার্ল্ড ফাইনালসে নিয়মিত অংশ নিলেও এবারই প্রথম সরকারি উদ্যোগে এ ধরনের সম্মাননা, প্রণোদনা ও অনুদান দেওয়া হলো।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test