E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস

২০১৫ মে ১৭ ১২:১৪:৫৪
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস

স্টাফ রিপোর্টার : ‘টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উদ্ভাবনের চালিকা শক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস। একই সঙ্গে আজ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তি দিবস। তাই এ বছর দিবসটি বিশেষ গুরুত্বের সঙ্গে বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকালঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো ইন্টারনেট, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও বিকাশের সঙ্গে জনগণকে পরিচিত করা ও সচেতন করে তোলা। যাতে সমগ্র বিশ্ব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নয়ন ত্বরান্বিত করতে পারে। তাই দিবসটির এবারের কর্মসূচি জনগণের মধ্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং উন্নয়নের প্রয়োজনীয়তা বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি করবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইটিইউ মহাসচিব হাওলিন ঝাও পৃথক বাণী দিয়েছেন।

উল্লেখ্য, ১৮৬৫ সালের ১৭ই মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শন স্বরূপ ১৯৬৯ সালের ১৭ই মে থেকে প্রতি বছর বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। পরবর্তীতে ২০০৬ সালের নভেম্বরে আইটিইউ সম্মেলনে ১৭ই মে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্যসংঘ দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

(ওএস/পিবি/মে ১৭,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test