E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিমাত্রিক আলোক প্রক্ষেপণে বুদ্ধের পুনরুত্থান

২০১৫ জুন ২৫ ১২:০০:২১
ত্রিমাত্রিক আলোক প্রক্ষেপণে বুদ্ধের পুনরুত্থান

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : চৌদ্দ বছর আগে তালেবানদের ডিনামাইটে ধ্বংস হয়ে যাওয়া খ্রীস্টিয় ষষ্ঠ শতকে নির্মিত সুবিশাল সেই বামিয়ান বুদ্ধমূর্তি (১৭৪ ফুট) মাত্র এক রাতের জন্য ফিরে এল তার নিজের স্থানে। বিশ্বাস হচ্ছে না? ঘটনাটা আপাতভাবে অসম্ভব মনে হলেও, থ্রিডি লাইট প্রজেকশনের মাধ্যমে একে সম্ভব করে দেখালেন চৈনিক দম্পতি জ্যানসন ইউ এবং লিয়ান হু।

ইউনেস্কো এবং আফগান সরকারের অনুমতি নিয়ে কাবুল থেকে ২৩০ কিমি উত্তরপশ্চিমে হজরজাত- এর বামিয়ান উপত্যকায় সেই নির্দিষ্ট গুহাতেই তাঁরা তৈরি করলেন ভার্চুয়াল আলোর বুদ্ধমূর্তি, সাক্ষী রইলেন মাত্র দেড়শ জন দর্শক। সেই বিস্ময়কর রাত্রিতে বুদ্ধের আবির্ভাবের সঙ্গে শুধু ছিল সামান্য আবহসঙ্গীত, ব্যস আর কোনও আড়ম্বর নয়।

২০০১ সালে আফগানিস্তান থেকে অ-ইসলামীয় সমস্ত স্থাপত্য মুছে ফেলতে তত্পর হয়েছিল তালেবান উগ্রপন্থীরা। সেই ঘটনায় শোকে আকুল হয়েছিলেন ধর্মমত নির্বিশেষে বিশ্বের সভ্য জনগণ। কারণ এই ক্ষতি ঐতিহাসিক। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে জাপান ও সুইজারল্যান্ডও আবেদন করছে, যাতে সম্মিলিতভাবে সেই বুদ্ধমূর্তির পুনঃস্থাপন সম্ভব হয়। তাদেরই উত্‌সাহে নতুন মাত্রা যোগ করলেন এই চৈনিক দম্পতি।

তথ্যসূত্রঃ http://www.lionsroar.com/

(ওএস/এলপিবি/জুন ২৫,২০১৫)


(ওএস/এসসি/জুন২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test