E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উইন্ডোজ ৮ বন্ধ করল চীন

২০১৪ মে ২০ ১৯:৪৬:১৯
উইন্ডোজ ৮ বন্ধ করল চীন

সরকারি ক্ষেত্রে উইন্ডোজ এইটের ব্যবহার বন্ধ করলে চীন সরকার৷ এটি মাইক্রোফট কর্পোরেশনের সাম্প্রতিকতম আবিষ্কার৷

চীনের কেন্দ্রীয় সরকারের প্রোকিওরমেন্ট সেন্টার এই তথ্য প্রকাশ করেন যে, সরকারি কম্পিউটারে উইন্ডোজ এইট ইন্সটন করা নিষিদ্ধ৷ গত সপ্তাহেই তাদের ওয়েবসাইটে এও নোটিশ দেওয়া হয়৷ স্থানীয় সংবাদ সূত্রের খবর মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি বন্ধ করে দেওয়ার পর কম্পিউটারের নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে৷ এই আগে উইন্ডোজ এক্সপিই চীনের সরকারি কাজে ব্যপকভাবে ব্যবহৃত হত৷ যদিও সরকারি ভাবে বলা হয়েছে এনার্জি বাঁচাতেই তারা এই পদক্ষেপ নিয়েছেন৷ তবে সরকারি তরফে এনার্জী কিভাবে বাঁচবে তার কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি৷

মাইক্রোসফটেপ ব্যবসায় ক্ষেত্রে চীনের বাদার চিরকালও খারাপ ছিল৷ প্রাক্তন সিইও বলমার ২০১১ সালে তার কর্মচারীদের জানিয়েছিলেন, জালের কারণেই মাইক্রোসফট চীনে কম মুনাফা করছে৷ এ বিষয়ে মাইক্রোসফটের তরফে কিছ বলা হয়নি৷

(ওএস/এস/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test