E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন ট্যাব আনল মাইক্রোসফট

২০১৪ মে ২১ ১৯:২৬:৪৭
নতুন ট্যাব আনল মাইক্রোসফট

ডেস্ক রিপোর্ট : সারফেস প্রো ৩ অ্যাপলের ম্যাকবুক প্রো কিংবা এয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক্রোসফট আনল সারফেস প্রো ৩ ট্যাবলেট। ২০ মে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এই ট্যাবলেট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট জানিয়েছে, সারফেস প্রো-৩ হচ্ছে সারফেস ব্রান্ডের তৃতীয় সংস্করণ। বড় আকারের এই ট্যাবলেট কম্পিউটারটি বর্তমানে হালকা-পাতলা ল্যাপটপের বিকল্প হবে বলেই মাইক্রোসফটের দাবি। এ ছাড়াও সারফেস ব্র্যান্ডের পূর্ববর্তী যেকোনো সংস্করণের চেয়ে সারফেস প্রো ৩ ট্যাবটি দ্রুতগতির হবে।

ট্যাবটিতে রয়েছে ১২ ইঞ্চি মাপের টাচস্ক্রিন সুবিধার ডিসপ্লে। ৯.১ মিলিমিটার পুরুত্বের ট্যাবটিতে ইনটেলের প্রসেসর ব্যবহূত হয়েছে। ট্যাবটিতে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম সমর্থন করবে।
সাধারণ উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপের মতোই এই ট্যাবটিতে অফিস সফটওয়্যার চালানো যাবে এবং অন্যান্য অ্যাপ্লিকেশন সমর্থন করবে। এই ট্যাবটিকে ল্যাপটপের মতো ব্যবহার করা যাবে। এজন্য আলাদা কিবোর্ড ও মাউস দরকার হবে।

ট্যাবটির দাম হবে ৭৯৯ মার্কিন ডলার।

(ওএস/অ/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test