E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০ বছর পর ভিন গ্রহের প্রাণীর দেখা

২০১৪ মে ২৬ ১১:৪৯:০৭
২০ বছর পর ভিন গ্রহের প্রাণীর দেখা

ডেস্ক রিপোর্ট : সিনেমার পর্দায় নয়, বাস্তবে চাক্ষুস করা যাবে ভিন গ্রহের প্রাণীদের। তার জন্য অপেক্ষা আর মাত্র ২০ বছরের। আমাদের পৃথিবীর মত আরও প্রায় আধ ডজন ‘পৃথিবী সদৃশ গ্রহ’ ঘুরে বেড়াচ্ছে মহাকাশে। সেই গ্রহে রয়েছে প্রাণ, জল ও বায়ুমণ্ডল।

রবিবার ক্যালিফর্নিয়ার এসইটিআই ইনস্টিটিউটের বিশিষ্ট মহাকাশচারী শেথ শ্যোসটাক এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রায় আধডজন প্রাণসম্পন্ন গ্রহ আমাদের চারপাশে রয়েছে। আমি মনে করি দ্রুতই সেই গ্রহগুলির সঙ্গে যোগাযোগ করা যাবে। সেই গ্রহে প্রাণ থাকতে পারে। খোঁজ চলছে। আশা করি আগামী ২০ বছরের মধ্যেই সেই যোগাযোগ করা সম্ভব হবে। তবে এর জন্য দরকার প্রয়োজনীয় অর্থ।’ তিনটি উপায়ে ভিনগ্রহে প্রাণের সন্ধান করে বেড়াচ্ছেন এসইটিআইয়ের বৈজ্ঞানিকেরা। শেথ জানিয়েছেন, পৃথিবী থেকে পাঠানো রেডিও সিগন্যাল মহাকাশে পাঠানো হচ্ছে। যদিও কোনও গ্রহ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়। তবে পৃথিবীতে রেডিও আবিষ্কৃত হয়েছে মাত্র ১০০ বছরের মত আগে। যে সব গ্রহ কয়েক হাজার আলোকবর্ষ দূরে রয়েছে তাদের কাছে সেই সিগন্যাল পাঠাতে এখনও সময় লাগবে বলেই জানিয়েছেন এই বিশিষ্ট মহাকাশচারী।

(ওএস/এইচ/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test