E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার চাঁদে বসেই চলবে ফেসবুকিং!

২০১৪ মে ২৬ ১৪:২৯:৩৪
এবার চাঁদে বসেই চলবে ফেসবুকিং!

নিউজ ডেস্ক : ইন্টারনেট ব্যবহারের সময় সবচাইতে বেশি আপনি কী ব্যবহার করেন আজকাল? নিঃসন্দেহে ফেসবুক, তাই না? আর নিশ্চয়ই ভাবেন যে পৃথিবীটা কি মারাত্মক সুযোগ সুবিধা ভরা জায়গা, একটা ক্লিকেই সব হাতের মুঠোয়।

বেশ, তাহলে এই এক ক্লিকে পৃথিবী হাতের মুঠোয় ভরার আনন্দটা এবার মিলবে চাঁদে বসেও।

শুনে চোখ কপালে উঠে গেলো? কিন্তু ঘটনা কিন্তু সত্যি! আগামী মাস থেকে চাঁদে বসেও করতে পারবেন ফেসবুকিং। শেয়ার করতে পারবেন ভিডিও। আপলোড করতে পারবেন এইচডি গুণমানের ছবি-ভিডিও। কিন্তু কীভাবে?

কারণ, এমনই প্রযুক্তি উদ্ভাবন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি’র একদল গবেষক। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে এমআইটি গবেষকরা এমন এক লেজার রশ্মি নির্ভর ‘ডেটা কানেশকন টেকনোলজি’ আবিষ্কার করেছেন যার ফলে চাঁদে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা যাবে। প্রচুর পরিমাণে তথ্য পাঠানো সম্ভব হবে।

শুধু তাই নয়, এমনকি এর মাধ্যমে হাই ডেফিনিশন ভিডিও-ও পাঠানো যাবে বলে গবেষকদের দাবি। চাঁদে জমি কিনে বাড়ি বানাতে আগ্রহী অনেক নামী দামী সেলেবরাই। এবার বুঝি এই সংবাদে তাঁদের আগ্রহ বেড়ে গেলো বহুগুণ।

(ওএস/এটিআর/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test