E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশের বাজারে লেনোভোর ইয়োগা ৮ থ্রিজি ট্যাবলেট পিসি

২০১৪ মে ২৯ ২২:১৮:২০
দেশের বাজারে লেনোভোর ইয়োগা ৮ থ্রিজি ট্যাবলেট পিসি

দেশের বাজারে এসেছে লেনোভো ব্র্যান্ডের ইয়োগা ৮ মডেলের থ্রিজি ট্যাবলেট পিসি।

এই ট্যাবলেট পিসিটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, একে ৩টি অনন্য মোডে পরিবর্তন করে ব্যবহারকারীর সুবিধা মতো হাতে ধরে ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি স্ট্যান্ডের মাধ্যমে কাত করে রেখে অথবা দাঁড়ানো অবস্থায়ও এটি ব্যবহার করা যায় এবং সর্বোচ্চ ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

এটি অ্যান্ড্রয়েড জেলিবিন ৪.২.২ মোবাইল অপারেটিং সিস্টেম প্লাটফর্মের এবং ১.২ গিগাহার্জ এমটি৮১২৫ কোয়াড কোর প্রসেসরে চালিত ট্যাবলেট পিসি। এতে রয়েছে থ্রিজি মোবাইল ডাটা বা ইন্টারনেট ব্যবহারের সুবিধা।

ট্যাবলেট পিসিটিতে এছাড়াও রয়েছে ৮ ইঞ্চির (১২৮০ বাই ৮০০ পিক্সেল রেজ্যুলেশন) মাল্টি-টাচ আইপিএস ডিসপ্লে, ১ গিগাবাইট র‌্যাম, ১৬ গিগাবাইট ডাটা স্টোরেজ ডিভাইস, ডুয়াল ওয়েবক্যাম।

অন্যান্য ফিচারের মধ্যে আরো রয়েছে, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, জিপিএস, জি-সেন্সর ফাংশন, ডুয়াল স্টেরিও স্পিকার, মাইক্রো-এইচডিএমআই ও মাইক্রো-ইউএসবি ইন্টারফেস, মাইক্রো-এসডি কার্ড রিডার প্রভৃতি। ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের এই ট্যাবলেট পিসিটি দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।

(ওএস/এস/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test