E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্যুইটারে মিলবে স্মাইলি

২০১৪ এপ্রিল ০৭ ১১:১১:২৫
ট্যুইটারে মিলবে স্মাইলি

ট্যুইটার তাদের ডেস্কটপ ভার্সনের ওয়েব ইন্টারফেসকে আরও রঙিন করার জন্য স্মাইলি ও ইমেজ আইকন আপডেট করে দিয়েছে৷ এবার ট্যুইটার ব্যবহারকারীরা ম্যাসেজিং এবং ট্যুইট করার সময় এগুলি ব্যবহার করতে পারবেন৷ এতদিন পর্যন্ত যারা ডেস্কটপ থেকে ট্যুইটার ব্যবহার করতেন তারা স্মাইলি ও ইমেজ আইকন ব্যবহার করতে পারতেন না কারণ এই ফিটার কেবলমাত্র ট্যুইটারের মোবাইল পরিষেবায় পাওয়া যেত৷

স্যোশাল নেটওয়ার্কিং সাইটি তাদের অফিশিয়াল ট্যুইটার সাপোর্ট পেজে ট্যুইট করেই এ বিষয়ে জানিয়েছে৷

এর আগে পর্যন্ত অ্যান্ডরয়েড ও আইফোনের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পাঠানো ইমেজ খালি বাক্সের মতো দেখতে লাগত৷ কিন্তু এখন আপডেট করা ভার্সন থেকে এতে ওয়েব ইন্টারফেসেও দেখা যাবে৷ ফেসবুকের সঙ্গে পাল্লা দিতে ইতিমধ্যেই বেশ কিছু পরিবর্তন করেছে এই স্যোশাল সাইটটি৷ এবার নতুন এই স্মাইলি ও ইমেল সংযোজন করে সাইটি আরও গ্রাহকের মন কাড়বে বলেই আশাবাদী ট্যুইটার৷

(ওএস/এইচ/এপ্রিল ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test