E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পৃথিবীতে পানির জন্ম কবে?

২০১৬ এপ্রিল ১৯ ০৮:২১:৪৮
পৃথিবীতে পানির জন্ম কবে?

আন্তর্জাতিক ডেস্ক :পানির জীবন। পৃথিবীর সমস্ত জীবনের জন্মের আদি সৃষ্টি হল পানি। হ্যাঁ। এটাই সব থেকে বড় সত্যি ও বৈজ্ঞানিক প্রমাণ, দাবি করছেন বিজ্ঞানীরা। ডিম আগে না মুরগি আগে, এই ধাঁধার থেকেও জটিল ধাঁধা পানি আগে না পৃথিবী আগে? উত্তরটা হল, পানি আর পৃথিবী আসলে যমজ।

পানির সৃষ্টির সঙ্গে মহাকাশ, জীব-জগৎ, মহাবিশ্বের কোনও প্রকার সৃষ্টির কোনো মিল নেই। পানির ধর্মের মতই পানির সৃষ্টিও স্বতন্ত্র। বিজ্ঞানীরা বলছেন, জীব সৃষ্টির প্রথম অধ্যায় হল পানির জন্ম।

কানাডার লাভাতে একটি গবেষণায় জানানো হয়েছে, সূর্য সৃষ্টির আগেও জন্ম হয়েছে পৃথিবীর। আর পৃথিবী সৃষ্টির সঙ্গে সঙ্গেই জন্ম হয়েছে পানিও। পৃথীবীতে তিনভাগ পানি আর একভাগ স্থল। পৃথিবী সৃষ্টির তত্ত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যেমন মতানৈক্য আছে, তেমনই 'পানি তুমি কোথা থেকে এসেছো, আর কীভাবে এসেছো', এই প্রশ্নের উত্তরেও রয়েছে অসাম্য। শিবের জটা থেকেই গঙ্গা পৃথীবিতে এসেছে, কিন্তু শিবের জটায় গঙ্গাকে কে জড়িয়ে দিল, এই প্রশ্ন যেমন মিথের কাছে অপ্রাসঙ্গিক তেমনই বিজ্ঞানের কাছেও মিথ অপ্রাসঙ্গিক। কারণ, বিজ্ঞান যুক্তিতে বিশ্বাস করে। আর মিথের ধর্মই হল 'আদি থেকে অন্ত, কেবলই বিশ্বাস'।


(ওএস/এস/এপ্রিল১৯,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test