E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আসছে দ্রুত গতির ব্লুটুথ

২০১৬ জুন ১৩ ১২:২২:৪০
আসছে দ্রুত গতির ব্লুটুথ

নিউজ ডেস্ক : স্মার্ট ডিভাইসে কন্টেন্ট শেয়ার করার বিভিন্ন অ্যাপ্লিকেশনের আড়ালে হারিয়ে যেতে বসেছে একসময়ের জনপ্রিয় তথ্য শেয়ার মাধ্যম ব্লটুথ। এবার অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন রূপে আসতে চাইছে প্লাটফর্মটি। তাই শিগিররই ব্লুটুথের নতুন সংস্করণ ব্লুটুথ ফাইভ উন্মুক্ত করতে যাচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট টেক রাডার।

নতুন এই সংস্করণে ফিচারের দিক থেকে বড় ধরনের চমক থাকছে বলেও জানা গেছে। টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী আগামী ১৬ জুন লন্ডনে উন্মুক্ত করা হবে ব্লুটুথের নতুন এই সংস্করণটি। সেখানেই এর নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বা এসআইজির নির্বাহী পরিচালক মার্ক পাওয়েলও গণমাধ্যমটির কাছে বিস্তারিত জানিয়েছেন। পাশাপাশি ইমেইল বার্তায় সবাইকেই বিষয়টি অবহিত করেছেন। জানা গেছে, ব্লুটুথ এসআইজিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে অ্যাপল, ইন্টেল, মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

এছাড়াও মার্ক পাওয়েল তার ইমেইল বার্তায় দাবি করেছেন, ‘ব্লুটুথের নতুন সংস্করণটি আগের যেকোনো সংস্করণের তুলনায় চার গুণ বেশি গতিতে ফাইল স্থানান্তর করতে পারবে। এছাড়াও ফাইল শেয়ারিং এর সীমানাও বাড়ানো হবে।'

বিশেষজ্ঞগণ বলছেন, নতুন এই সংস্করণ প্রকাশের মাধ্যশে ব্লুটুথ তার পুরোনো অবস্থান ধরতে চাইছে। ফলে নতুন অনেক ফিচার দেখা যাবে এতে। পাশাপাশি পরিবর্তন আসবে আভ্যন্তরীন অনেক বিষয়েই।

(ওএস/এএস/জুন ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test