E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার গাছ লাগাবে ড্রোন

২০১৬ জুন ১৪ ১৩:১১:৩৯
এবার গাছ লাগাবে ড্রোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :গাছ লাগানোর বিশেষ ড্রোন হাতে নাসার প্রাক্তন প্রকৌশলী লরেন ফ্লেচার। ছবি : দ্য ইনডিপেনডেন্ট

মানবজীবনের জন্য আশীর্বাদের রূপ ধরে এসেছিল প্রযুক্তি। কিন্তু এই প্রযুক্তির উন্নয়নেই আবার বিশ্বে প্রতিবছর কোটি কোটি গাছ কাটা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থার (নাসা) বিজ্ঞানীরা জানাচ্ছেন, এবার হবে এর উল্টোটা৷ কারণ এবার থেকে প্রযুক্তিপণ্য ড্রোনের মাধ্যমে শুরু হতে চলেছে বৃক্ষরোপণ। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নাকি শেষ হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের তথ্যমতে, বায়ো কার্বন ইঞ্জিনিয়ারিং নামের একটি সংস্থা এরইমধ্যে ড্রোনের মাধ্যমে বৃক্ষরোপণ শুরু করেছে। সংস্থাটির তথ্যমতে, প্রাথমিকভাবে ড্রোনের মাধ্যমে বছরে প্রায় ১০ লাখ গাছ লাগাতে পারবে তারা। একপর্যায়ে সংখ্যাটিকে বছরে এক কোটি করার ইচ্ছে সংস্থাটির।

নাসার তথ্যমতে, প্রতি বছর প্রাকৃতিক দাবানল অথবা বিভিন্ন মানবসৃষ্ট কারণে প্রায় ২৬ লাখ গাছ কমে যায়। কিন্তু রোপণ করা হয় মাত্র ১৫ লাখ।

কিন্তু এই পদ্ধতিতে আরো বেশি পরিমাণ গাছ লাগানো সম্ভব হবে বলে সংস্থাটির আশা। কারণ প্রচলিত পদ্ধতিতে গাছ লাগাতে যে সময় এবং পরিশ্রম লাগে এ ক্ষেত্রে সেই দুটোই কম হবে।
বায়ো কার্বন ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী নাসার প্রাক্তন প্রকৌশলী লরেন ফ্লেচার সংবাদমাধ্যমের কাছে এই অভিনব ড্রোনের কার্যপ্রণালী ব্যাখ্যা করেছেন।

দ্য ইনডিপেনডেন্টের কাছে দেওয়া তাঁর বক্তব্য অনুযায়ী, যে অঞ্চলে গাছগুলি পোঁতা হবে প্রথমে সেখান দিয়ে উড়ে যাবে ড্রোন। উড়ন্ত এই যানের প্রথম কাজ হবে, ওই অঞ্চলের মাটি পরীক্ষা করা এবং মাটির গুণাগুণ বিচার করা। পরবর্তী সময়ে মাটির দুই থেকে তিন মিটার উঁচু থেকে ড্রোনের মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হবে বীজ।

বায়ো কার্বন ইঞ্জিনিয়ারিং সংস্থাটির হিসাব এই পদ্ধতিতে দিনে প্রায় ৩৫ হাজার গাছ লাগানো সম্ভব হবে। এ ছাড়া গাছ লাগানোর খরচ কমে আসবে প্রায় ১৫ শতাংশ।




(ওএসএস/জুন ১৪,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test