E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডায়নোসর যুগের পাখির ডানার সঙ্গে বর্তমান পাখিদের অদ্ভুৎ মিল আবিষ্কার!

২০১৬ জুলাই ০১ ১১:০৬:৫০
ডায়নোসর যুগের পাখির ডানার সঙ্গে বর্তমান পাখিদের অদ্ভুৎ মিল আবিষ্কার!

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি বিজ্ঞানীরা ডায়নোসর যুগের দুটি পাখির ডানা আবিষ্কার করেছেন। বিস্ময়করভাবে কোটি কোটি বছর আগের ওই ডানাগুলোর সঙ্গে আজকের দিনের পাখিদের ডানারও অদ্ভুত কিছু মিল দেখা গেছে। বিশেষ করে স্তরভেদ, গড়ন, রঙ এবং পালকগুলোর ব্যবস্থাপনায় বেশ মিল রয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই ডানাগুলো সম্ভবত উড়ন্ত ডায়নোসর ইনানটিওরনিথেস গোষ্ঠীর কোনো পাখির। ক্রিটেসিউয়াস যুগের শেষদিকে ডায়নোসরের ওই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যায়।
মায়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিনের হুকং উপত্যকা থেকে চীনা বিজ্ঞানীরা ডানা দুটি উদ্ধার করেন। উপত্যকাটিতে রয়েছে জীবাশ্ম জ্বালানির অসংখ্য খনি। খনিগুলোতে খনন করতে গিয়েই সেখানে জীবাশ্ম প্রত্নতাত্মিক সম্পদের এক বিশাল ভান্ডারও আবিষ্কৃত হয়েছে। সেখান থেকেই পাওয়া একটি অ্যাম্বারের ভেতর থেকে উল্লেখ্য ডানা দুটি পাওয়া গেছে।



(ওএস/এস/জুলাই০১,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test