E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভিডিও চ্যাটিংয়ের দেশীয় প্লার্টফর্ম ‘লক্ষী’

২০১৪ জুন ০৮ ১৯:৫২:০৩
ভিডিও চ্যাটিংয়ের দেশীয় প্লার্টফর্ম ‘লক্ষী’

চ্যাটিং কিংবা ভিডিও চ্যাটিংয়ের জন্য জনপ্রিয় হচ্ছে মাইক্রোসফটের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ‘স্কাইপে’। তবে এবার স্কাইপের বিকল্প হিসেবে চ্যাটিং এবং ভিডিও চ্যাটিংয়ের প্লার্টফর্ম দেশেই তৈরি করা হয়েছে।

স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ কিংবা ডেস্কটপে চ্যাটিং এবং ভিডিও চ্যাটিংয়ের জন্য ‘লক্ষী’ নামক প্লার্টফর্ম তৈরি করেছে বাংলাদেশী প্রতিষ্ঠান র‌্যাশোনাল টেকনোলজিস লিমিটেড।

লক্ষ্মী (lokkhi.io) একটি বিনামূল্যের ওয়েবসাইট, এখানে ব্যবহারকারী অন্যদের সঙ্গে ভিডিও, অডিও এবং চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং পিডিএফ ফাইল সম্পাদনা বা এডিটের কাজও করা যাবে। চ্যাটিং বা ভিডিও চ্যাটিং চলাকালেই দুইজন দুই প্রান্ত থেকে এসব কাজ একইসঙ্গে করতে পারবেন। পাশাপাশি অডিও বা ভিডিও ফাইল এবং ইউটিউবও ব্যবহার করা যাবে।

স্কাইপে কথা বলতে অ্যাপ্লিকেশন ডাউনলোডের প্রয়োজন হয়। কিন্তু লক্ষী (lokkhi.io) ওয়েবসাইটটির মাধ্যমে মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও ডেস্কটপ পিসি থেকে সরাসরি অডিও, ভিডিও কনফারেন্সিং করা যাবে। এজন্য বাড়তি কোনো ধরনের সফটওয়্যার বা প্লাগইন ব্যবহারের প্রয়োজন নেই। ডাটা নিরাপত্তার পূর্ণাঙ্গ সুবিধা রয়েছে সাইটটিতে।

‘লক্ষী’ ছাড়াও র‌্যাশোনাল টেকনোলজিস লিমিটেড বাণিজ্যিক প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ ও মনিটরিংয়ের জন্য তৈরি করেছে ‘সাক্ষী’ নামক একটি নতুন সফটওয়্যার। এটি গ্রাহকের চাহিদা অনুযায়ী পরিবর্তন, পরিবর্ধন ও ডাটা সংস্করণ করতে পারে। এই সফটওয়্যারের আরেকটি অন্যতম সুবিধা হলো, এটি মেটাডেটা কালেকশনের মাধ্যমে পরিচালিত হয়।

বিস্তারিত জানতে ইমেইল: [email protected] ফোন : 01911322496

(ওএস/এস/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test