E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইফোন ৭ এবং ৭ প্লাসে ‘হিশ হিশ’ শব্দ !

২০১৬ সেপ্টেম্বর ২০ ১৪:১১:০৬
আইফোন ৭ এবং ৭ প্লাসে ‘হিশ হিশ’ শব্দ !

নিউজ ডেস্ক : টেক জায়ান্ট অ্যাপলের নতুন আইফোন ৭ এবং ৭ প্লাস উন্মুক্তের বেশিদিন হয়নি। আর এরই মধ্যে এক ব্যবহারকারি এই ফোনের এক অদ্ভুত সমস্যা খুঁজে পেয়েছেন। অতিরিক্ত লোড হলেই সাপের মতো ‘হিশ হিশ’ শব্দ বের হয় আইফোন ৭ থেকে।

ব্লগার স্টিফেন হ্যাকেট প্রথম আইফোন ৭ এ ‘হিশ হিশ’ শব্দ হয় বলে জানান। তিনি ওই শব্দ রেকর্ড করে ইউটিউবে পোস্ট করেন। তিনি জানান শব্দটি বিরক্তিকর। হ্যাকেটের পরে আরও কয়েকজন ৭ এবং ৭ প্লাস এ এই সমস্যার কথা জানান। তবে হ্যাকেট জানান, অ্যাপল কেয়ারে এই সমস্যার কথা জানানো হলে তাকে আইফোন বদলে দেয়ার কথা বলা হয়েছে।

অ্যাপলের সাবেক জনসংযোগ কর্মকর্তা ড্যারেল ইথারিংটনও আইফোনের এই খুঁতের কথা টুইট করে জানান। এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের এ১০ ফিউশন প্রসেসরে যখন অতিরিক্ত চাপ বাড়ে, তখন এই শব্দ বের হয়। এই সমস্যা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। হিশ হিশ শব্দটিকে ‘কয়েল নয়েজ’। যা ঠিকমতো ঠান্ডা না হলে যেকোনো প্রসেসরেই এ সমস্যা হতে পারে।

অবশ্য এখন পর্যন্ত প্রথম ব্যাচের আইফোন ৭ ও ৭ প্লাসের কয়েকটি ইউনিটে এই ত্রুটি পাওয়া গেছে। তবে অ্যাপল এই ত্রুটি নিয়ে এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়নি।



(ওএস/অ/সেপ্টেম্বর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test