E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্ট্রোক ‘শনাক্ত করবে’ হেলমেট

২০১৪ জুন ১৭ ২০:১৯:২১
স্ট্রোক ‘শনাক্ত করবে’ হেলমেট

সুইডিশ বিজ্ঞানীরা বলছেন, তারা এমন একটি হেলমেট আবিষ্কার করেছেন যা তাৎক্ষণিকভাবে স্ট্রোক সমস্যা শনাক্ত করবে। হেলমেটটি স্ট্রোক সমস্যা দুর করতেও কার্যকর ভুমিকা পালন করবে বলে আশা করছেন তারা।

সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি, সালগ্রেন্সকা একাডেমি অ্যান্ড সালগ্রেন্সকা ইউনিভার্সিটি হসপিটালের গবেষকরা এই গবেষণা চালিয়েছেন।

তারা জানিয়েছেন, তার সংযুক্ত হেলমেটটি মাইক্রোওয়েভ সংকেত ব্যবহার করে মস্তিস্ক কার্যপ্রণালী তুলে ধরবে। এটি মস্তিস্কের অতি ক্ষুদ্র স্নায়ুতন্ত্রকে সচল রাখতে সহায়তা করবে। এর ফলে মস্তিস্কে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে। রক্ত এক জায়গায় জমাট বাঁধতে পারবে না।

এক গবেষণায় স্ট্রোকে আক্রান্ত ৪৫ জন রোগীর ওপর যন্ত্রটির ব্যবহার করে এই সফলতা পেয়েছেন তারা। যন্ত্রটি অ্যাম্বুলেন্সে সংযুক্ত করে কাজে লাগানো যায় কিনা সেই পরিকল্পনাও নিয়েছেন তারা।

এছাড়া তারা হেলমেটের সাথে মোবাইল সংযুক্ত করা যায় কিনা সেটাও গবেষণা করছেন; যা হাসপাতালে নেওয়ার পথে ব্যবহার করা যাবে।

গবেষকরা জানান, একজন মানুষ যখন স্ট্রোকে আক্রান্ত হয়, তখন চিকিৎসকরা ব্রেইন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে আনতে আনতে ও চিকিৎসা শুরু করতে লেগে যায় বেশ সময়্। এর মধ্যেই নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ব্রেইনের বিভিন্ন টিস্যু।

তাছাড়া চিকিৎসকদের প্রথমেই শনাক্ত করতে হয়- রক্তের ভ্যাসেল বন্ধ কিংবা অতিরিক্ত মানসিক চাপ; না অন্য কোনো কারণে স্ট্রোকে আক্রান্ত হয়েছে।

এ কাজের জন্য চিকিৎসকরা রোগীর সিটি স্ক্যান( কম্পিউটারাইজড টোমোগ্রাফি) করেন। তা করতেও পার হয়ে যায় ঢের সময়।

সুইডিশ বিজ্ঞানীরা বলছেন, জরুরি এই মুহূর্তে যে কোনো বিলম্ব রোগীর স্ট্রোক সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। যেখান থেকে ওই রক্তের ভেসেল বা রক্তের সঞ্চালন আর ফিরিয়ে আনা সম্ভব হয় না।

গবেষক দলের সদস্য প্রফেসর মাইকল পারসন জানিয়েছেন, অ্যাম্বুলেন্স করে হাসপাতালে আসার সময় রোগীর মস্তিস্কের রক্তক্ষরণ হচ্ছে কিনা বা তার মাত্রাটা কেমন তা শনাক্ত করা গেলে চিকিৎসার সময় সাশ্রয় হয়। এই সময়টুকু স্ট্রোক সমস্যা দুর করতেও অনেক সহায়তা করে। সূত্র : বিবিসি।

(ওএস/এস/জুন ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test