E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চালকের ক্লান্তিজনিত দুর্ঘটনার হার কমাবে ‘কোকোমি’ শার্ট

 

২০১৭ মার্চ ০৯ ১৫:২৩:৫৭
চালকের ক্লান্তিজনিত দুর্ঘটনার হার কমাবে ‘কোকোমি’ শার্ট
 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চালকের ক্লান্তিজনিত দুর্ঘটনার হার কমাতে কোকোমি নামে নতুন শার্ট তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান টয়োবো।

নতুন এই শার্ট চালককে সতর্ক করবে তিনি গাড়ি চালানোর জন্য খুব বেশি ক্লান্ত কিনা, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

চালকের হৃদপিণ্ডের ইলেকট্রিক সিগনাল ধারণ করে শার্টটি ঘুমের লক্ষণ বের করবে। আর চালককে সতর্ক করবে যে, তিনি গাড়ি চালানোর মতো অবস্থায় আছেন কিনা।

ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন-এর দেওয়া তথ্যমতে যুক্তরাষ্ট্রের রাস্তায় এক লাখের বেশি দুর্ঘটনার কারণ চালকের ক্লান্তি। আর অস্ট্রেলিয়ায় ২০ থেকে ৩০ শতাংশ দুর্ঘটনার কারণ এটি।

একই সময়ে জাপানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার আগের যেকোনো সময়ের চেয়ে কম। জাপানি পত্রিকা দ্য জাপান টাইমস জানায়, আগের বছর দেশটিতে ট্রাফিক দুর্ঘটনার হার কমেছে ৫.২ শতাংশ।

গাড়ির উন্নত ব্রেক এবং নিরাপত্তা ব্যবস্থার কারণেই দেশটিতে সড়ক দুর্ঘটনার হার কমেছে বলে ধারণা করা হচ্ছে। গাড়ির নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নয়, ক্লান্তিজনিত দুর্ঘটনার মাত্রা যাতে কমে আসে সে কারণেই উদ্যোগ নিয়েছে টয়োবো।

কোকোমি নামের শার্ট চালকের বায়োমেট্রিক তথ্য ধারণ করে তাতে কোনো পরিবর্তন লক্ষ্য করলে সতর্কতার জন্য অ্যালার্ম বাজবে। চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে কোকোমি, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

(ওএস/এসপি/মার্চ ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test