E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোবটের ক্যাটওয়াক !

২০১৪ জুন ১৮ ১৫:৪১:১২
রোবটের ক্যাটওয়াক !

নিউজ ডেস্ক : ক্যাটওয়াক করতে সক্ষম এমন রোবট তৈরি করছে জাপানের একটি প্রতিষ্ঠান। জাপান সরকারের সহযোগিতায় চালিত ‘দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির‘ বিজ্ঞানীরা তৈরি করেন এই রোবটটি।

এই রোবটটি আবিষ্কারের কথা বলতে গিয়ে এক ডেভেলপার বলেন, ‘প্রথমে আমরা এর নাম ঠিক করি সাইবারনেটিক হিউম্যান। মূলত একটি রোবটিক মানুষ তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য। প্রথম ধাপের কাজটি করতে পেরেছি বলে আমরা খুশি। ৪৩ কেজি ওজনের রোবটটি তার যথাযথ দক্ষতা দেখাতে পেরেছে।’

সাইবারনেটিক হিউম্যান ডেভেলপাররা মনে করছেন, ভবিষ্যতে রোবটটি পুরোদমে দর্শকদের আনন্দ দিতে পারবে। জাপানে অনুষ্ঠিত একটি জমকালো ফ্যাশন শো’র মূল আকর্ষণ ছিল ক্যাটওয়াক করতে করতে মঞ্চে আসা এই নারী রোবট। চমৎকারভাবে কোমর দুলিয়ে আর হাসিখুশি ভঙ্গিতে রোবটটি দেখালো তার অভিনব এক রূপ।

রোবটটির প্রতি কদমেই বোঝা যাচ্ছিল কতটা জীবন্ত রূপ দিয়েছে এর নির্মাতারা। অাগের রোবটের চেয়ে এর চলনভঙ্গি দেখে উপস্থিত দর্শকরা মুগ্ধ হন। অনেকেই হয়ত ভাবছেন, এটা বোধহয় রোবটের ফ্যাশন শো ছিল। অাসলে তা কিন্তু নয়, এটিতে মডেলরা পোশাক প্রদর্শন করে। অনেক দর্শকই প্রথমে বুঝতেই পারেননি যে এটা একটি রোবট ছিল। চোখ ধাঁধানো অববয় আর পরিপাটি পোশাকে দারুণ মানিয়েছিল রোবটটিকে।

জাপানে যারা নিয়মিত ফ্যাশন শো’র দর্শক তারা প্রথমে ভেবেছিলেন নতুন কোন মেয়ে এসেছে ফ্যাশন শো-এর জগতে। তবে হলভর্তি দর্শকই অবাক হয়ে যায় যখন তারা শোনেন সুন্দর ও পরিপাটি পোশাকের মেয়েটি নারী মডেল নয়, একটি রোবট। দর্শকদের অভিমত ছিল, কিভাবে একটি রোবটকে এতো জীবন্ত করা সম্ভব। তারা এই রোবট আবিষ্কারদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, রোবট ডেভেলপারদের মতে কৌতুক প্রদর্শন, ব্যায়াম শিক্ষক ও খেলার মাঠের নৃত্যরত মডেলের কাজে রোবটটি ব্যবহার করা যাবে।

(ওএস/এটিআর/জুন ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test