E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অ্যান্ড্রয়েডের জন্য ইয়াহু নিয়ে এলো Aviate লঞ্চার

২০১৪ জুন ২৬ ১৩:০৩:৩০
অ্যান্ড্রয়েডের জন্য ইয়াহু নিয়ে এলো Aviate লঞ্চার

নিউজ ডেস্ক : বেশ কিছুদিন ধরেই বাজারে হারানো সুদিন পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইয়াহু। আর এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এবার নজর দিয়েছে মোবাইল অ্যাপের দিকে।

সর্বশেষ ইয়াহু এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো হোমস্ক্রিন পার্সোনালাইজেশন অ্যাপ যা লাঞ্চার নামেই ব্যবহারকারীদের নিকট অধিক পরিচিত।

বেশ আকর্ষণীয় ফিচারের এই অ্যাপটি নিজে থেকেই আপনার ফোনে থাকা সকল অ্যাপের একটি লেআউট তৈরি করতে সক্ষম। সাধারণত আপনার কাজের উপর ভিত্তি করে আপনার ফোনকে আরো সুন্দর ভাবে সাজানোর উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই অ্যাপটি। যেমন, আপনাকে প্রতিদিন সকালেই দেখানো হবে সারাদিনের আবহাওয়ার একটি আপডেট যেন আপনি সেভাবে প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও বিভিন্ন সময়ের জন্য যেমন- ঘুমানো, গান শোনা কিংবা কাজ করা, এই সময়গুলোর জন্য থাকছে আলাদা স্ক্রিন।

আপনার ফোনের সকল অ্যাপকে বিভিন্ন ভাগে যেমন- Social, Productivity, Photography, Games, Music, Entertainment, Finance, Utilities কিংবা Studying ছাড়াও আরো বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হবে। ফলে আপনি খুব সহজেই দরকারি অ্যাপটি খুঁজে পেতে পারবেন। তাছাড়া আপনার প্রয়োজনমত অ্যাপ এক গ্রুপ থেকে অন্য গ্রুপে নিয়ে যেতে পারবেন।

আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, তখন এখানকার স্লিপ মুডে ক্লিক করলেই আপনার ঘুমানোর সময় হিসেব করতে থাকবে এভিয়েট। সকালে ঘুম থেকে উঠার পর আপনাকে দেখানো হবে আপনি কতক্ষন ঘুমালেন। মজার ব্যাপার হল, এই ফিচারটি কেবলমাত্র রাতেই পাওয়া যাবে। আর বিভিন্ন সময়ে ফ্লিকরে থাকা ইয়াহুর ওয়ালপেপার গ্রুপ থেকে নানা ধরণের ছবি যুক্ত করা হবে স্বয়ংক্রিয়ভাবে।

পাঁচ মাস আগে এভিয়েটকে কিনে নেয় ইয়াহু। এরপরই এটাকে বেটা ভার্সনে অবমুক্ত করা হলো। তবে কত দামে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে ইয়াহু কিছু না জানালেও গুজব রয়েছে ৮০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে ইয়াহু।



(ওএস/এটিআর/জুন ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test