E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌরজগতের বাইরে উপগ্রহের সন্ধান!

২০১৭ জুলাই ২৮ ১২:১০:১৭
সৌরজগতের বাইরে উপগ্রহের সন্ধান!

নিউজ ডেস্ক : সৌরজগতের বাইরে প্রথম একটি উপগ্রহের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন জ্যোতির্বিদরা।

জ্যোতির্বিদদের দাবি যদি সত্য হয় তবে সম্ভাব্য এই উপগ্রহটি যে গ্রহকে কেন্দ্র করে ঘুরছে সেটির আকার জুপিটারের সমান, তবে ভর জুপিটারের চেয়ে ১০ গুণ বেশি। আর উপগ্রহটির আকার ও ভর নেপচুনের সমান।

নাসার কেপলার স্পেস টেলিস্কোপ থেকে এ উপগ্রহটির সন্ধান পাওয়া গেছে। আসছে অক্টোবরে হাবল টেলিস্কোপের সাহায্যে এটির বিষয়ে আরও পর্যবেক্ষণ চালাবেন জ্যোতির্বিদরা।

আরজিভ প্রি-প্রিন্ট সাইটে এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সৌরজগতের বাইরে এ পর্যন্ত ৩ হাজারের বেশি গ্রহের সন্ধান পাওয়া গেছে। তবে দীর্ঘদিন সৌরজগতের বাইরে উপগ্রহের সন্ধান চললেও প্রয়োজনীর প্রযুক্তির অভাবে এতদিন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিউইয়র্কের কলম্বিয়ার ইউনিভার্সিটির জ্যোতির্বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. ডেভিড কিপিং বলছেন, তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার জীবনের বেশিরভাগটা সময়ই কাটিয়েছেন সৌরজগতের বাইরের কোনো উপগ্রহের খোঁজে।

সম্ভাব্য এ উপগ্রহটির নাম দেয়া হয়েছে কেপলার ১৬২৫বি। পৃথিবী থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরের একটি নক্ষত্র ঘিরে এ উপগ্রহটির অবস্থান।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test