E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পৃথিবী সমান হিরা!

২০১৪ জুন ২৭ ১৩:৫৩:৫৭
পৃথিবী সমান হিরা!

নিউজ ডেস্ক : পৃথিবীর মতোই দেখতে, সবচেয়ে নিষ্ক্রিয় এবং সবচেয়ে ঠাণ্ডা বামন নক্ষত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা। নক্ষত্রটি এতই ঠাণ্ডা যে সেখানে কার্বন জমাট বেঁধে স্ফটিক তৈরি হয়েছে।

ন্যাশনাল রেডিও অবজারভেটরির গ্রিন ব্যাঙ্ক টেলিস্কোপ ও ভেরি লং বেসলাইন অ্যারের সাহায্যে এই নক্ষত্র খুঁজে পেয়েছেন কাপলান ও তাঁর দলের সদস্যরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-মিলওয়াইউকির অধ্যাপক ডেভিড কাপলান জানালেন, 'এটা খুবই উল্লেখযোগ্য ঘটনা। এই নক্ষত্রগুলো খুঁজে পাওয়া উচিত্। কিন্তু এরা এতটাই স্তিমিত যে খুঁজে পাওয়া কঠিন।'

ধারণা করা হচ্ছে সাদা রঙের এই নক্ষত্রের বয়স প্রায় ১১১ কোটি বছর যা প্রায় মিল্কি ওয়ের সমসাময়িক। মূলত কার্বন ও অক্সিজেন দিয়ে তৈরি ঘন জমাট বাঁধা নক্ষত্র কিছুটা আবছাও।

গবেষকরা জানিয়েছেন, নক্ষত্রের তাপমাত্রা ৩,০০০ ডিগ্রি কেলভিন (২,৭০০ ডিগ্রি সেলসিয়াস)।

(ওএস/এটিআর/জুন ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test