E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টার্গেট ঈদ : নাটোরে প্রতারক ও ছিনতাইকারী চক্র সক্রিয়

২০১৪ জুলাই ১১ ০৯:৩২:২৬
টার্গেট ঈদ : নাটোরে প্রতারক ও ছিনতাইকারী চক্র সক্রিয়

নাটোর প্রতিনিধি : আসন্ন ঈদকে সামনে রেখে নাটোরে প্রতারক ও ছিনতাইকারী সহ অপরাধচক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের নজরদারী থাকলেও বিভিন্ন সড়ক, অফিস-আদালত ও ব্যাংক-বীমা, বাসাবাড়ি সহ বিপণী বিতানগুলোতে এই চক্র বেশ তৎপর রয়েছে।

গত এক সপ্তাহে জেলার বিভিন্ন সড়কে অন্তত ৭টি ছিনতাই ও ৩টি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় ছিনতাইকারীরা পথচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নিয়েছে মোটরসাইকেল, বাই সাইকেল ও মোবাইলফোনসহ নগদ টাকা। এছাড়া ব্যাংক-বীমায় প্রতারক চক্র অভিনব কৌশলে গ্রাহকদের কাছে থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। ফলে আতঙ্কে রয়েছে নাটোরের সাধারন মানুষ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত মানুষের ঈদে বাড়ি ফেরা নিয়েও উৎকন্ঠায় আছে স্বজনরা। সন্ধ্যা হলেই বিভিন্ন রুটে চলাচলরত যানবাহন চালকরা নিরাপদ আশ্রয়ে বাড়ি ফেরার কারণে দুভোর্গে পড়ছে সাধারন মানুষ।

তবে এসব অপরাধ চক্রকে ধরতে পুলিশ মাঠে নেমেছে। ইতিমধ্যে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও মালামাল চার ডাকাতকে আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত ৩ জুলাই রাতে নাটোর-নলডাঙ্গা সড়কের একান্নবিঘা বিল এলাকায় গণছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ৪ মোটর সাইকেল আরোহীকে মারপিট করার পর দিগম্বর করে বেঁধে রেখে দুটি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। একই রাতে নাটোর শহরের আমহাটির হাবুর মোড় এলাকায় গন ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ৫ জুলাই রাতে নাটোর-মালঞ্চি সড়কের বাগাতিপাড়ার যুগিপাড়া এলাকায় মোজাম্মেল হক নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে মোটর সাইকেল, টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয়। এরআগে ১ জুলাই রাতে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে শহরের উত্তর পটুয়াপাড়া এলাকায় মশিউর রহমান নামে এক এনজিও কর্মির কাছ থেকে ১ লাখ ৭৭ হাজার ছিনিয়ে নেয়। একই দিনে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনের গ্যারেজ থেকে কৃষি কর্মকর্তার একটি মোটর সাইকেল ও বৃহস্পতিবার ( ৯ জুলাই) এক কর্মচারীর একটি বাইসাকেল চুরি হয়। এদিকে গত ৭ জুলাই শহরের প্রাণ কেন্দ্র কানাইখালি এলাকায় ন্যাশনাল ব্যাংকে নলডাঙ্গা উপজেলার বিল জোয়ানী গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী আকলিমা বেগম স্বামীর পাঠানো টাকা ওঠানোর পর এক প্রতারক অভিনব কৌশলে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এর আগে গত ১৩ জুন রাতে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে অগ্রনী ব্যাংকের বাগাতিপাড়া শাখায় একদল দুর্বৃত্ত ডাকাতির চেষ্টা করে।

গত ৫ জুলাই রাতে শহরতলির আমহাটি হাবুর মোড় এলাকায় পুলিশের পরিচয়ে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এদিন ১০/১২ জনের এক দল ডাকাত শহরতলির আমহাটি হাবুর মোড় এলাকায় সানোয়ার হোসেন উজ্জলের বাড়িতে গিয়ে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দেরী হওয়ায় তারা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে জুয়েল সহ বাড়ির সকলকে বেঁেধ রেখে স্বর্নালংকার সহ নগদ ৫০ হাজার টাকা ডাকাতি করে। পরে তারা একই কায়দায় পাশের কামরুল হাসান জিয়া ও মফিজ উদ্দিনের বাড়ি থেকে নগদ দুই লক্ষাধিক টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে টহল পুলিশের একটি দল শহরের লালবাজার স্বর্নপট্রি এলাকা থেকে ডাকাতির মালামাল সহ তিন ডাকাতকে আটক করে। এরআগে ১ জুলাই রাতে শহরতলির রথবাড়ি রাজাপুর গ্রামে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতের হামলায় আবুল কাশেম (৩৬) নামে এক গৃহকর্তা আহত হয়।
এদিকে আটক তিন ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী সদর থানার পুলিশ শহরের হরিশপুর চেয়ারম্যান রোড এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মাহবুবের ভাড়া বাড়িতে অভিযান চালায়। তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ডাকাতির মালামাল উদ্ধার করে। এসময় পুলিশ ডাকাত দলের সদস্য মাহবুবের শ্বশুর আরশেদ আলীকে আটক করে ।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব ভৌমিক জানান, এসব ছিনতাই , ডাকাতি, রাহাজানি ও প্রতারনা রোধে পুলিশের স্পেশাল ফোর্স তৎপর রয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাক ধারী পুলিশও বিভিন্ন গুরুত্বপুর্ণ এলাকায় টহল দিচ্ছে। ইতিমধ্যে চার ডাকাতসহ বেশ কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত মাইক্রোবাসসহ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

(এমআর/অ/জুলাই ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test