E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোজায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ফুডপান্ডা

২০১৪ জুলাই ২০ ০৪:০৬:৫১
রোজায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ফুডপান্ডা

স্টাফ রিপোর্টার : এই রোজায় সুবিধাবঞ্চিত শিশুদের সেহেরি ও ইফতারের ব্যবস্থা করছে ই-কর্মাস প্রতষ্ঠিান ফুডপান্ডা। 'হেপনিসে ইজ শেয়ারিং' স্লোগানের এই উদ্যোগে ফুডপান্ডা একটি তহবলি গঠন করছে। যে তহবলিরে মাধ্যমে প্রতিদিন রাজধানীর সুবিধাবঞ্চতি শিশুদের সেহেরি ও ইফতার দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফুডপান্ডা বাংলাদশের পরিচালক আমব্রনি রজো বলনে, রমজান শুধু সংযমের মাস নয়। এটি আনন্দ উদযাপন ও সহর্মমী হওয়ার মাস। সামাজি দায়বদ্ধতা থেকে ফুডপান্ডা এই উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের একটু হলেও আনন্দ দিতে চাই।

এদিকে ফুডপান্ডা জানিয়েছে, এই উদ্যোগে যেকোনো ইন্টারনেট ব্যবহারকারী ফুডপান্ডার ওয়বেসাইটরে মাধ্যমে ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত অনুদান দিতে পারবেন। যা দিয়ে জাগো ফাউন্ডশেনরে মতো বিভিন্ন প্রতষ্ঠিানসহ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থানরত শিশুদের সেহেরি ও ইফতারে খাবার সরবরাহ করবে ফুডপান্ডা। পুরো রমজান মাস এই সেবা অব্যাহত থাকবে।

(ওএস/এস/জুলাই ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test