E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জুলিয়েট ও পিলপিল ৭১টি বাচ্চা জন্ম দিয়েছে

২০১৪ আগস্ট ১০ ১৬:১৪:২২
জুলিয়েট ও পিলপিল ৭১টি বাচ্চা জন্ম দিয়েছে

মংলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রের কুমির জুলিয়েট ও পিলপিলের ফোটানো ডিম থেকে রবিবার সকাল ৮টায় ৭১টি বাচ্চার জন্ম হয়েছে। বাচ্চা গুলোকে ৩৬ ঘন্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর মঙ্গলবার কেন্দ্রের লালন-পালন প্যানে ছেড়ে দেওয়া হবে।

ফরেস্ট রেঞ্জার ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ আ: রব জানান, কুমির জুলিয়েট ও পিলপিল গত ১০ মে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে যথাক্রমে ৪৪ ও ৪৮ টি ডিম দেয়। পুকুর পাড় থেকে ডিমগুলো সংগ্রহ করে টানা ৮৩ দিন কেন্দ্রের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর ওই ডিম থেকে রবিবার সকালে ৭১টি বাচ্চা ফুটে বের হয়। ভ্রুনের মৃত্যু ও অনিষিক্ত হওয়ার কারণে এবার ২১টি ডিম নষ্ট হয়ে গেছে। বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির কুমিরের প্রজনন বৃদ্ধি ও লালন-পালনের জন্য ২০০২ সালে পূর্ব সুন্দরবনের করমজল (মংলা) পর্যটন কেন্দ্রে বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রকল্পের আওতায় ৩২ লক্ষ টাকা অর্থায়নে ৮ একর জায়গার উপর বনবিভাগের উদ্যোগে গড়ে তোলা হয় দেশের একমাত্র সরকারী এ কুমির প্রজনন কেন্দ্র। তারপর ২০০৫ সালে রোমিও ও জুলিয়েট নামক দুটি কুমির দিয়ে এ কেন্দ্রের প্রজনন কার্যক্রম শুরু হয়। বর্তমানে ছোট-বড় মিলিয়ে কেন্দ্রে মোট কুমিরের সংখ্যা ২৫৫টি। এছাড়া বিগত বছরগুলোতে এখান থেকে নিয়ে ৮৪টি কুমির বনের বিভিন্ন নদী-খালে অবমুক্ত করা হয়েছে। আইলার জ্বলোচ্ছাসে এ কেন্দ্র থেকে ৬১টি কুমির ভেসে যায়। এ পর্যন্ত এ প্রজনন কেন্দ্রের কুমিরগুলো ৫৭৪টি ডিম দিয়েছে। আর তা দিয়ে বাচ্ছা ফুটেছে ৩৫৬টি।
(এএইচএস/এএস/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test