E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চরভদ্রাসনে বন্যা পরিস্থিতির অবনতি

২০১৪ আগস্ট ২৩ ১৬:০৬:১৯
চরভদ্রাসনে বন্যা পরিস্থিতির অবনতি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। শুক্রবার উপজেলা পদ্মা নদীতে  বন্যার পানি বিপদসীমার প্রায় ৯ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে উপজেলার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যার পানিতে প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছেন। পদ্মার পাড় এলাকার বেড়িবাঁধের বাইরের ফসলী মাঠগুলো আউশ ধান, রোয়া ও উঠতি আমন ধানী মাঠগুলো বন্যায় পানিতে ডুবে গেছে বলে জানা গেছে।

উপজেলা সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, পদ্মার পাড় এলাকা বিশেষ করে বেড়িবাঁধের বাইরের মাথাভাঙ্গা গ্রাম, হাজীডাঙ্গী, সেকের ডাঙ্গী, বালিয়া ডাঙ্গী, ফাজিলখার ডাঙ্গী, এমপি ডাঙ্গী ও টিলারচর গ্রামের অন্তত: ২শ’ একর ধানী জমি বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া বালিয়া ডাঙ্গী, ফাজিলখার ডাঙ্গী গ্রামের প্রায় ৩শ’ পরিবার নতুন করে পানিবন্দি অবস্থায় রয়েছে।
উপজেলার চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল বারী দীপু জানান, ইউনিয়নের আরজখার ডাঙ্গী, শালেপুর গ্রাম, ভাটিশালেপুর, আমিনখার ডাঙ্গী, ছমির বেপারীর ডাঙ্গী ও নমুর ছাম নামক গ্রামের প্রায় ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানিতে প্রায় ৩শ’ একর জমির রোপা রোয়া ধান তলিয়ে গেছে।
চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা জানান, বন্যার পানিতে চরাঞ্চলের ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৫শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কোন কোন পরিবারের টিউবওয়েল পানিতে ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। ইউনিয়নের প্রায় সাড়ে ৩শ’ একর ধানি জমি বন্যার পানিতে নতুন করে প্লাবিত হয়েছে।
এছাড়া উপজেলা গাজীরটেক ইউনিয়নের মাঝি ডাঙ্গী, বিন্দু ডাঙ্গী, চরহোসেনপুর, খালপাড় ডাঙ্গী, মধু ফকিরের ডাঙ্গী ও জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের শথ শত পরিবার পানিবন্ধি রয়েছে। উক্ত ইউনিয়নের চরঅশরাপুর বেড়িবাধ ও বেপারী ডাঙ্গী বেড়িবাঁধ এলাকার প্রায় ৪শ’ একর ধানি জমি বন্যার পানিতে ডুবু ডুবু অবস্থায় রয়েছে।
(আরআইআর/এএস/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test