E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মস্তিস্ক বিকৃত এই মহিলাটি কে?

২০১৪ আগস্ট ৩১ ১৩:০৮:২২
মস্তিস্ক বিকৃত এই মহিলাটি কে?

নওগাঁ প্রতিনিধি : মস্তিস্ক বিকৃত এই মহিলাটি কে? কি তার পরিচয়? কোথায় তার ঠিকানা, কেউ জানেনা। বর্তমানে এই মহিলাটিকে নিয়ে দারুন বিপাকে পড়েছেন, নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ অজিফা বিবি। মস্তিস্ক বিকৃত আশ্রিতা এই মহিলাটি কোথাও হারিয়ে যেতে পারে, ভেবে অজিফার স্বামী আব্দুর রশিদ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

জানা গেছে,পাগল ওই মহিলাটি বিগত ২০০০ সালের দিকে সাপাহার বাজারে এসে দীর্ঘ দিন ধরে বাজারের পুরনো মহরীপট্টির এলাকায় অবস্থান করত। তার পর হঠাৎ একদিন ওই এলাকা থেকে সে নিরুদ্দেশ হয়ে যায়। এর পর পাগল মহিলাটি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় প্রায় ১০বছর ধরে অবস্থান করে। সেখানে আকষ্মিক সাপাহারের কথা তার মনে পড়ে গেলে সে সাপাহারে আসার জন্য কান্নাকাটি করতে থাকে এবং বিভিন্ন মানুষের পা ধরে সাপাহারে পৌঁছে দিতে অনুরোধ করে। তার কান্নাকাটি দেখে সম্প্রতি সেখানকার দু’জন লোক তাকে সাপাহারে নিয়ে আসে। এসময় ওই ইউপি সদস্যার স্বামী তার করুন ইতিহাস শুনে তাকে বাড়িতে আশ্রয় দেয়। কিন্তু পাগল না শোনে কোন উপদেশবাণী। সে তার পাগলামী শুরু করে কখন কোথায় পালিয়ে যায়। এখন পাগল ওই মহিলাটিকে নিয়ে ইউপি সদস্যা অজিফা বিবি দারুন বেকায়দায় পড়েছেন। মহিলাটির সঙ্গে কথা বললে সে যখন যা মনে পড়ে তখন তাই বলে। তার নাম জিজ্ঞাসা করতেই সে বলে আমার নাম মনোয়ারা খাতুন। বাড়ির কথা বললে শিশুকালে সে ভারতের ধুলিয়ান বাজারে ছিল। এর পর শিবগঞ্জএর কথা বলে। তার কথাবার্তা ভাব ভাষায় অনেকের মনে হয়, মেয়েটি চাপাইনবাবগঞ্জের যে কোন অঞ্চলের হতে পারে।

বর্তমানে মেয়েটির কোন আত্মীয় স্বজন কোথাও কেউ থাকলে এই ০১৭৪০-৮৭৯৯১০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ইউপি সদস্যা অজিফা।

(বিএম/এইচআর/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test