E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

প্রচণ্ড তাপদাহে একটু স্বস্তি পেতে কদর বেড়েছে পানি তালের

২০১৪ এপ্রিল ২২ ১৬:২৭:২২
প্রচণ্ড তাপদাহে একটু স্বস্তি পেতে কদর বেড়েছে পানি তালের

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রচণ্ড তাপদাহে দূর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। বৃষ্টির দেখা নেই বরিশালসহ গোটা দেশে। তাই তীব্র তাপদাহের মাঝে একটু স্বস্তি পেতে সৌখিন ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মধু মাসের ফল তাল শাঁসের কদর বেড়ে গেছে।

বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলার প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে বিক্রেতারা এখন হরদমে বিক্রি করছেন তাল শাঁস বা পানি তাল। কোন কোন বিক্রেতারা ভ্যানযোগে পাড়া ও মহল্লায় ঘুরেও পানি তাল বিক্রি করছেন। জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল ঘুরে পানি তাল ক্রয় করে তা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন অনেক পরিবার।
গৌরনদীর দক্ষিণ বিজয়পুর গ্রামের পানি তাল বিক্রেতা কদম আলী জানান, প্রতিবছর মধুমাসে সে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পাইকারি দামে গাছ থেকে পানি তাল ক্রয় করে পৌর শহরে বিক্রি করে থাকেন। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় উপজেলার অসংখ্য তাল গাছ বিনষ্ট হয়ে গেছে। তাছাড়া চলতি মৌসুমে তালের ফলন কম হওয়ায় পানি তালের সংকট দেখা দিয়েছে। ফলে চড়া মূল্যে এ মৌসুমী ফল বিক্রি করতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। প্রতিটি পানি তাল ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এতে তার প্রতিদিন তিন থেকে চারশ টাকা আয় হচ্ছে। সৌখিন ক্রেতা থেকে শুরু করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে ভিড় করছেন পানি তাল বিক্রেতাদের দোকানে। রিকসা চালক থেকে শুরু করে সকল শ্রেণী বা পেশার লোকজনই মৌসুমী ফল পানি তাল ক্রয় করছেন।
(টিবি/এএস/এপ্রিল ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test