E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে বেওয়ারিশ কুকুরের দখলে রাস্তাঘাট

২০১৪ সেপ্টেম্বর ০৬ ১৬:৩০:৫৫
সাপাহারে বেওয়ারিশ কুকুরের দখলে রাস্তাঘাট

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা সদরের বিভিন্ন রাস্তা ঘাট এখন বেওয়ারিশ কুকুরের দখলে। সরকারিভাবে কোনদিনই এলাকায় কুকুর নিধন অভিযান পরিচালিত না হওয়ায় এর সংখ্যা মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে গোটা সাপাহারবাসী এখন কুকুরের অত্যাচারে অতিষ্ট।

মৌসুমটি কুকুরের প্রজনন সময় হওয়ায় বেওয়ারিশ কুকুরগুলি ক্ষিপ্ত হয়ে সবসময় রাস্তাঘাটগুলি তাদের দখলে রাখছে। পথচারীরা পথ চলতে গিয়ে হর হামেশা এই কুকুরের আক্রমনের শিকার হচ্ছে। বিশেষ করে স্কুলগামী কমোলমতি শিশুরা পড়ছে বিপাকে। তারা প্রতিদিন স্কুলে যাওয়ার পথে ও স্কুল থেকে ফেরার পথে রাস্তায় কুকরের কবলে পড়ছে। কুকুরের ভয়ে অনেক শিশু স্কুলে না যাওয়ার বায়নাও ধরছে।

কুকুরগুলো কখনও রাস্তায় চলাচলকারী পথচারীদের পিছু ধাওয়া করছে, আবার কখনও কাউকে কামড়ে দিচ্ছে। অভিভাবক হিসেবে স্কুলে বাচ্চাকে নিতে আসা মায়েরাও কুকুরের অত্যাচারে বিব্রতকর অবস্থায় পড়ছে। এলাকার সচেতন মহল জরুরী ভিত্তিতে উপজেলা সদরের বেওয়ারিশ কুকুরগুলি নিধন করে সাধারণ পথচারীদের পথচলা সুগম ও স্কুলগামী শিশুদের নিরাপদে স্কুলে যাতায়াতের পরিবেশ সৃষ্টি করতে সংশ্লিষ্ট মহলের প্রতি দাবি জানিয়েছেন।

(বিএম/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test